শিরোনাম
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ধূলি ধূসরিত রাজধানী

ধূলি ধূসরিত রাজধানী

ছবি : রোহেত রাজীব

রাজধানীর রাজপথে একসঙ্গে অনেক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। নগরীর মূল সড়কের একাংশ অবরুদ্ধ করে চলমান এসব উন্নয়ন কর্মকান্ডের কারণে আরও সংকুচিত হয়ে পড়েছে সড়ক পথ। অনেক এলাকায় ফুটপাথের চিহ্ন পর্যন্ত নেই। মানুষ হাঁটছে রাস্তার ওপর দিয়ে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চলমান মেট্রো রেললাইন-৬ এর নির্মাণ কাজের কারণে ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত রাস্তার অবস্থা খুবই নাজুক। অন্যদিকে গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত মূল সড়কের মাঝ দিয়ে চলছে বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। মিরপুর কালশী এলাকায় চলছে আরেকটি নতুন ফ্লাইওভারের কাজ। এ ছাড়া আরও কিছু উন্নয়ন কাজ চলছে নগরীর বিভিন্ন এলাকায়। অন্যদিকে এলাকাভিত্তিক রাস্তা, ড্রেন নির্মাণের কাজ তো রয়েছেই। শুষ্ক মৌসুমের এসব উন্নয়ন কর্মকান্ডের কারণে নগরজুড়ে ধুলার রাজত্ব চলছে। রাস্তায় বেরিয়েই ধুলায় বিপর্যস্ত মানুষের দমবন্ধ অবস্থা তৈরি হচ্ছে প্রতিদিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর