মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
ডিএনসিসি ওয়ার্ড নং ১৬

মাঠ ও কমিউনিটি সেন্টারের প্রতিশ্রুতি

মোস্তফা কাজল

মাঠ ও কমিউনিটি  সেন্টারের প্রতিশ্রুতি

খেলার মাঠ, কমিউনিটি সেন্টার এবং নির্মল বিনোদনের প্রতিশ্রুতি দিয়ে এলাকার জনগণের পাশে থাকার সঙ্গে আসন্ন নির্বাচনের কথা জানান দিচ্ছেন ১৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা । এ ছাড়া এলাকার জন্য কাজ করতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এসব প্রার্থী। তারা ডিজিটাল গণপাঠাগার, ব্যায়ামাগার, কবরস্থান, শিক্ষাবান্ধব ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে চান।

ডিএনসিসির ১৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর ও ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা, কাফরুল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. আলাউদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজগর আলী, কাফরুল থানা যুবদল সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান রাব্বি। ডিএনসিসির কাফরুল, ইব্রাহিমপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পুরাতন বিমানবন্দর এলাকা নিয়ে ১৬ নম্বর ওয়ার্ড। ঢাকা-১৫ আসন এলাকায় আড়াই লাখ জনসংখ্যার এই ওয়ার্ডে ভোটার ৮৫ হাজার। অপরিকল্পিত নগরায়ণের ফলে বেশ কিছু এলাকায় রাস্তা সরু ও অপ্রশস্ত। কাউন্সিলর মতিউর রহমান মোল্লা বলেন,  বেশিরভাগ সমস্যার সমাধান করেছি। ইতিমধ্যে ৯০ ভাগ সড়কের কাজ সম্পন্ন হয়েছে। মাদক ও চাঁদাবাজি নির্মূলে সচেষ্ট ছিলাম। আনসার ক্যাম্প থেকে কচুক্ষেত পর্যন্ত সড়কটি বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিয়েছি। আমি এলাকার পানির সমস্যার সমাধান করেছি। কাফরুল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. আলাউদ্দীন বলেন, আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার সব নাগরিক সুবিধা নিশ্চিত করব। শতভাগ ডিজিটাল ও বিনোদন উপযোগী ওয়ার্ড গড়ে তুলব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কঠোর হাতে নিয়ন্ত্রণ করব। খেলার মাঠ, পার্ক, কমিউিনিটি সেন্টার, গণপাঠাগার স্থাপনসহ একটি মডেল ওয়ার্ড উপহার দেব। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজগর আলী বলেন, নির্বাচিত হলে একটি আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ করব। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূল করব। খেলার মাঠ, পাবলিক টয়লেট, সিসিটিভি স্থাপনসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করব। কাফরুল থানা যুবদল সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান রাব্বি বলেন, দলের দুঃসময়ে পাশে ছিলাম। আশা করি দল এবার আমাকে মনোনয়ন দেবে। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস শক্তহাতে দমন করব। এলাকার প্রতিটি মানুষের নাগরিকসেবা নিশ্চিত করব।

সর্বশেষ খবর