মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
ডিএনসিসি ওয়ার্ড নং ৩৮

নাগরিক সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি

আলী রিয়াজ

নাগরিক সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড পুরান ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকা। রাজধানীর বড় কাঁচাবাজার ঠাটারিবাজার ও কাপ্তান বাজার এই ওয়ার্ডে। এখানে রয়েছে দেশের শীর্ষ ইলেক্ট্রিক যন্ত্রাংশের মার্কেট নবাবপুর। ৩২ হাজার ভোটারের এই এলাকায় ১৫ লাখ নাগরিকের বসবাস। প্রায় ২৫টি অলিগলি নিয়ে ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ড।   এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে কাউন্সিলর প্রার্থীরা ভোটের প্রস্তুতি নিচ্ছেন। ঘরোয়া প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের মধ্যে বর্তমান কাউন্সিলর ডিএসসিসি ৩৮ নম্বর ওয়ার্ড আবু আহমেদ মন্নাফী ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন করবেন না বলে জানা গেছে। তার পরিবর্তে এই পদে আসার জন্য প্রচারণা চালাচ্ছেন ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ইমতিয়াজ মন্নাফী। তিনি বলেন, গত পাঁচ বছরে আমি এলাকার দরিদ্র ভোটারদের নাগরিক কার্ড বানিয়ে দিয়েছি। এটা দিয়ে সব ধরনের ফ্রি চিকিৎসা করা যায়। এলাকা মাদক ও চাঁদাবাজমুক্ত করেছি। ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান (লাভলু) অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি বলেন, আমি ১২ বছর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলাম। এখন থানা সভাপতি। আশা করি দল আমাকেই মনোনয়ন দেবে। নির্বাচিত হলে ওয়ার্ডের দুর্বল ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন করে জলাবদ্ধতা নিরসন, মাতৃসদন, কমিউনিটি সেন্টার, হাসপাতাল, খেলার মাঠ, পাঠাগার ও ব্যায়ামাগার করব। প্রচারণা চালাচ্ছেন খন্দকার মঈনুর রহমান। তিনি বলেন, আমি নির্বাচন করলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করবে। নির্বাচিত হলে এলাকার সব ধরনের উন্নয়নের কাজ করব।

সর্বশেষ খবর