মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চালু হচ্ছে না নিবন্ধিত অটোরিকশা

কাজী শাহেদ, রাজশাহী

চালু হচ্ছে না নিবন্ধিত অটোরিকশা

কয়েক দফায় ঘোষণা দিলেও গত ছয় মাসে নতুন নিয়মে অটোরিকশা রাস্তায় নামাতে পারেনি রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের মধ্যে প্রথম রাজশাহী সিটি করপোরেশন দুই শিফটে লাল-সবুজ অটোরিকশা চলাচল শুরু করাতে চেয়েছিল। একই সঙ্গে অটোরিকশা ও চার্জার রিকশা মালিক এবং চালকদের দেওয়া শুরু হয়েছিল স্মার্ট কার্ড। চালকদের জন্য নির্ধারিত পোশাক। এ জন্য জুলাই মাস পর্যন্ত সময় নিয়েছিলেন মালিক-চালকরা। কিন্তু জুলাই মাস শেষ হয়ে এখন ডিসেম্বর শেষ। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারেনি রাজশাহী সিটি করপোরেশন। নিবন্ধন পেলেও অটোরিকশা চালাতে না পেরে ক্ষুব্ধ চালকরা। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, নতুন বছরের শুরু থেকে তারা সিদ্ধান্তটি কার্যকর করতে পারবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে ১০ হাজার অটোরিকশা ও ৫ হাজার চার্জার রিকশার নিবন্ধন দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে যানজট নিয়ে ভোগান্তির মধ্যে ছিলেন নগরবাসী। এই ভোগান্তি থেকে রেহাই দিতে নগরীতে দুই রঙে সকাল ও বিকাল দুই শিফটে অটোরিকশা চলাচলের সিদ্ধান্ত নেয় রাসিক। ১ জুলাই থেকে পুরাপুরি এই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছিল রাসিক। পরে মালিক-চালকদের অনুরোধে সময় বাড়িয়ে পুরো জুলাই মাস দেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অটোরিকশা ও চার্জার রিকশা সুষ্ঠুভাবে চলাচলের জন্য রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে নীতিমালা তৈরি করা হয়েছিল। নীতিমালা অনুযায়ী মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহে সকাল ৬টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত মেরুন রঙের অটোরিকশা এবং দুপুর ২.৩০টা থেকে রাত ১০.৩০টা পর্যন্ত গাঢ় সবুজ রঙের অটোরিকশা চলাচল করবে। মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে সকাল ৬টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত গাঢ় সবুজ রঙয়ের এবং দুপুর ২টা হতে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত মেরুন  রঙের অটোরিকশা চলাচল করবে। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিনে সারা দিন এবং প্রতিদিন রাত সাড়ে ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত উভয় রঙের অটোরিকশা চলাচল করতে পারবে। নীতিমালা অনুযায়ী ১০ হাজার অটোরিকশা এবং ৫ হাজার চার্জার রিকশার নিবন্ধন দেবে রাজশাহী সিটি করপোরেশন। অটোরিকশা দুই শিফটে চললেও চার্জার রিকশার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। তবে চিকন চাকার চার্জার রিকশার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এসব সিদ্ধান্তের কিছুই কার্যকর হয়নি। রাজশাহী সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা আবু সালেহ বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা যানবাহন হিসেবে ঝুঁকিপূর্ণ। সিটি করপোরেশেনের পক্ষ থেকে এগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে সে সিদ্ধান্ত এখন শিথিল করা হয়েছে। তবে দ্রুতই দুই শিফটে দুই রঙের অটোরিকশা চলাচলে আমরা কঠোর অবস্থানে যাব।’ রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘দ্রুতই নগরীর অটোরিকশা নিয়ন্ত্রণে দুই শিফটে (সকাল-দুপুর) অটোরিকশা চালু কার্যক্রম করা  হবে। এর জন্য প্রক্রিয়া চলছে। চালক ও অটোরিকশার নিবন্ধনও দেওয়া হয়েছে। যারা এর আওতায় আসবে না, প্রয়োজনে তাদের সেসব অটোরিকশা চলতে দেওয়া হবে না।’

 

 

সর্বশেষ খবর