মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জুতা যাবে ইউরোপ আমেরিকায়

রেজাউল করিম মানিক, রংপুর

জুতা যাবে ইউরোপ আমেরিকায়

আট মাস আগেও রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের রুপালি বেগম ও মদিনা খাতুন ঘরেই বসেছিলেন। সংসারের কাজের বাইরে কিছুই করার ছিল না তাদের। দিনমজুর স্বামীর আয়ই ছিল একমাত্র ভরসা। ঠিকমতো দুবেলা খাবার জুটত না। কিন্তু এখন তারাও বাড়ির পাশে গড়ে ওঠা জুতার কারখানায় কাজ করে সংসারে অর্থের জোগান দিচ্ছেন।

রংপুরের তারাগঞ্জ উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে মহাসড়কের পাশে ঘনিরামপুর গ্রামে সাড়ে আট একর জমির ওপর গড়ে উঠেছে ব্লিং লেদার প্রোডাক্টস নামের ওই জুতার কারখানা। ২০০ কোটি টাকা বিনিয়োগে ওই কারাখানাটি গড়ে তুলেছেন নীলফামারী সদর উপজেলার বাবুপাড়ার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ সেলিম ও তার ভাই মোহাম্মদ হাসানুজ্জামান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসানুজ্জামান। আর সেলিম ব্যবস্থাপনা পরিচালক। দুজনই একসময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকতেন। বড় ভাই সেলিম বেশ কিছুদিন আগে দেশে ফিরে ব্যবসা করছেন। হাসানুজ্জামান যুক্তরাষ্ট্রে আবাসন খাতের ব্যবসায়ী। পুরোদমে উৎপাদনে গেলে দুই হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে এ কারখানায়। যাদের ৯০ শতাংশই হবেন নারী। সম্প্রতি সরেজমিন দেখা গেছে, কারখানার মূল ভবনসহ আনুষঙ্গিক নির্মাণকাজ শেষ হয়েছে। তাইওয়ান থেকে আনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি, যা দিয়ে পরীক্ষামূলক জুতা উৎপাদনের কাজ শুরু করেছেন দেড় শতাধিক শ্রমিক। আরও দুই শতাধিক শ্রমিককে দক্ষ করতে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড রপ্তানিমুখী প্রতিষ্ঠান। উদ্যোক্তারা জানান, চামড়াজাত সিনথেটিক জুতা এবং অন্যান্য পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে। এখানে সিনথেটিক জুতা, চামড়াজাত জুতা, বেল্ট ও ওয়ালেট তৈরি হবে। কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা হবে ২২ হাজার জোড়া জুতা। এসব জুতা রপ্তানি হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম মুঠোফোনে বলেন, আশা করছি, মার্চ থেকে পুরোদমে উৎপাদন শুরু হবে। ইউরোপ-আমেরিকার ক্রেতাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাদের প্রতিনিধিরা কারখানা ঘুরে গেছেন।

সর্বশেষ খবর