মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাতেও দিনের আলো

কাজী শাহেদ, রাজশাহী

রাতেও দিনের আলো

উচ্চমাত্রার আলোয় উদ্ভাসিত এখন রাতের রাজশাহী। নগরীর প্রশস্ত রাস্তাগুলো এখন আলোয় ঝলমল। কারণ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে আধুনিক আলোক পোস্ট। যা একদিকে রাতের শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে, অন্যদিকে নগরবাসীকে দিচ্ছে নিরাপত্তা। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এমন আলোকায়ন নগরবাসীর দৃষ্টি কেড়েছে। সুউচ্চ মাস্তুল আকৃতির মজবুত পোলের ওপর রিং বসিয়ে তার চতুরদিকে উচ্চমানের এলইডি লাইট বসানো হয়েছে। এই আলোকায়নকে বলা হচ্ছে ‘হাইমাস্ট’। নগরীর শহীদ কামারুজ্জামান স্মৃতি অম্লান মোড়, তালাইমারি মোড়, আলুপট্টি মোড়, সিএনবি মোড়, ঐতিহ্য চত্বর, বিমানবন্দর সড়ক, আমচত্বরসহ নগরীর এমন গুরুত্বপূর্ণ ১৬টি মোড়ে বসানো হচ্ছে এই হাইমাস্ট বাল্ব। এতে ব্যয় হয়েছে প্রায় সাত কোটি টাকা। রাসিকের দেওয়া তথ্য মতে, নগরীর সড়কগুলো এখন আগের চেয়ে অনেক প্রশস্ত হয়েছে। ফলে এই প্রশস্ত সড়কগুলো পুরনো পদ্ধতির পোলের আলো দিয়ে আলোকায়ন সম্ভব হচ্ছে না। রাতে নগরবাসীর নিরাপত্তার জন্য সড়কগুলোতে আলোকায়ন গুরুত্বপূর্ণ। নগরবাসী এই আলোকায়ন ব্যবস্থাকে এরই মধ্যে সাধুবাদ জানিয়েছে। তারা বলছেন, এই আলোকায়নের সঙ্গে নগরীর নিরাপত্তার জন্য প্রতিটি মোড়ে এখন উচ্চমানের সিকিউরিটি ক্যামেরা বসানো সম্ভব হলে, পুরো নগরী ২৪ ঘণ্টাই নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন সুমাইয়া ইয়াসমিন। তিনি বলেন, ঢাকায় রাত ১২টা তেমন নয়। কারণ সেখানে রাস্তায় সব সময় মানুষ, যানবাহন থাকে। তবে রাজশাহীতে রাত ১২টা মানে গভীর রাত। যারা রাজশাহীর বাইরে চাকরি করেন তাদের প্রায়ই অফিস সেরে বাস বা ট্রেন ধরে রাজশাহীতে গভীর রাতে পৌঁছতে হয়। বাসায় পৌঁছতে পৌঁছতে পড়তে হয় নানা বিড়ম্বনায়। তবে এবার রাজশাহীতে নেমেই দেখলাম ভিন্ন চিত্র।

শহীদ কামারুজ্জামান চত্বরে দুটি সুউচ্চ পোলে প্রচুর লাইট লাগানো হয়েছে। সেই আলোয় রাত একটায়ও শহরে মনে হচ্ছে যেন দিনের আলো। রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, নগরীর ১৬টি গুরুত্বপূর্ণ মোড় এভাবে আলোকায়ন করা হচ্ছে। সুউচ্চ পোলে রাউন্ড করে সংযুক্ত করা আলোর এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘হাইমাস্ট’। এই আলোকায়নের মূল উদ্দেশ্যই হলো রাতে নগরীর সড়কগুলোতে চলাচল করা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে সৌন্দর্যের বিষয়টা তো আছেই। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পুরো নগরীকে এমন লাইট দিয়ে আলোকিত করার পরিকল্পনা আছে। এজন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর