মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

তারের জঞ্জাল অপসারণে জটিলতা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

তারের জঞ্জাল অপসারণে জটিলতা

দেশের প্রথম ‘তারবিহীন নগরী’ হচ্ছে সিলেট। এ মহানগরীর ৭ কিলোমিটার এলাকায় মাটির উপরিস্থ (ওভারহেড) বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হচ্ছে মাটির নিচে (আন্ডারগ্রাউন্ড)। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নগরীতে ইন্টারনেট বিড়ম্বনার আশঙ্কা দেখা দিয়েছে। প্রকল্পের আওতায় শুধু বৈদ্যুতিক তার ও সরকারি ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা বিটিসিএলের তার মাটির নিচে নেওয়া হচ্ছে। কিন্তু ইন্টারনেট সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তার (ক্যাবল) মাটির নিচে নেওয়ার আইনত সুযোগ নেই। তাদের মাটির উপরিস্থ তার সরিয়ে নিতে নোটিস দেওয়া হয়েছে। তার সরিয়ে নিলেই ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হবে প্রায় অর্ধলাখ মানুষ। জানা গেছে, সিলেট মহানগরীর প্রায় ৭ কিলোমিটার এলাকায় বৈদ্যুতিক তার আন্ডারগ্রাউন্ডে নেওয়া হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’ শীর্ষক এই প্রকল্প বাস্তবায়ন করছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সহযোগিতায় প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ৫৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকার একটি সড়কে বৈদ্যুতিক তার মাটির নিচে নিয়ে উপরিস্থ সব তার ও খুঁটি অপসারণ করা হয়। বর্তমানে নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই থেকে চৌহাট্টা, জিন্দাবাজার ও সিটি পয়েন্ট হয়ে সিলেট সার্কিট হাউস পর্যন্ত, চৌহাট্টা পয়েন্ট থেকে রিকাবীবাজার হয়ে বাগবাড়ি পর্যন্ত এবং জিন্দাবাজার পয়েন্ট থেকে পূর্ব জিন্দাবাজার হয়ে জেলরোড পয়েন্ট পর্যন্ত এলাকায় বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়া হয়েছে। মাটির নিচের এসব তারে সংযোগ দেওয়াটাই কেবল বাকি। সংযোগ দিতে উপরিস্থ সব (বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশের) তার ও খুঁটি অপসারণ করতে চায় বিপিডিবি। বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড প্রকল্প বাস্তবায়নে বৈদ্যুতিক তার এবং সরকারি ইন্টারনেট সেবা সংস্থা বিটিসিএলের তারসমূহ মাটির নিচে নেওয়া হচ্ছে। বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ইন্টারনেট সংযোগের তার মাটির নিচে নেওয়ার আইনত সুযোগ নেই। ইন্টারনেট সংযোগের তার সরিয়ে নিতে আইএসপিকে নোটিস দিয়েছে সিসিক। আইএসপি সংযোগ সরিয়ে নিলে প্রায় অর্ধলাখ গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) অ্যাসোসিয়েশন, সিলেটের যুগ্ম আহ্বায়ক বাহার হোসেন বলেন, আমরা বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইন্টারনেট সংযোগের তার বহাল রাখার দাবি জানিয়েছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার দে এবং সিসিকের বিদ্যুৎ শাখার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম জানান, প্রকল্প এলাকায় অতি শিগগিরই মাটির উপরিস্থ সব ধরনের তার ও খুঁটি অপসারণ করা হবে।

 

 

সর্বশেষ খবর