মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

ডিজিটাল ডিভাইসে শিশুদের ক্লাস

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল ডিভাইসে শিশুদের ক্লাস

করোনাভাইরাসের কারণে দুনিয়াজুড়ে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাসের আয়োজন করেছে সংশ্লিষ্টরা। দেশের অনেক স্কুল, কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। অন্যদিকে বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুলও ক্লাস বন্ধ থাকার কারণে অনলাইন ক্লাসে মনোযোগী হচ্ছে। স্কুলের তালা কবে খুলবে তার কোনো নিশ্চয়তা মিলছে না। কিন্তু শিক্ষার্থীদের মূল্যবান সময়কে তো আর নষ্ট হতে দেওয়া যায় না। করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীরা প্রায় তিন মাস ধরে স্কুল বিচ্ছিন্ন। এর সঙ্গে পড়াশোনা থেকেও বিচ্ছিন্ন হয়ে  গেলে শূন্যতার সৃষ্টি হবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়বে। এমনটা মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে রাখা যাবে না। পড়াশোনায় যুক্ত থাকতে বিভিন্ন বিভাগের  ফেসবুকভিত্তিক গ্রুপ কাজে লাগতে পারে।

বাবা মায়েরাও এখন অনেকটা নিরুপায় হয়ে শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন ডিজিটাল ডিভাইস। ট্যাব, আইপ্যাড কিংবা ল্যাপটপে তারা ক্লাসের সঙ্গে যুক্ত থাকছেন। এটিকে মন্দের ভালো বলছেন অভিভাবকরা। তারা বলেন, যেহেতু স্কুলে কোনো পড়া হচ্ছে না। কিন্তু মাস শেষে বেতন গুনতে হচ্ছে। তাই অনলাইনে ক্লাস যা হয় সেটাই মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। শিক্ষা কার্যক্রমের স্থবিরতা কাটাতে অনলাইন ক্লাসই এখন সহায়ক। একটি ইংরেজি মাধ্যমে স্কুল শিক্ষার্থী তাসমিয়া ফারজানা বলেন, বর্তমান পরিস্থিতিতে নিঃসন্দেহে অনলাইনে ক্লাস নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করি। বর্তমান প্রযুক্তির যুগে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত না করতে পারলে বিশ্বায়নের এ যুগে টিকে থাকা মুশকিল। তিনি বলেন, অনলাইনে ক্লাস অনেক ভালো একটি সিদ্ধান্ত। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এখন রাজধানীর বাইরে নিজ গ্রামে অবস্থান করছেন। ফলে অনেকেই ইন্টারনেটের ধীরগতি কিংবা উচ্চমূল্যের কারণে ক্লাসের সঙ্গে তাল মেলাতে পারবে না।

সর্বশেষ খবর