মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

যানজটের বন্দরবাজারে আতঙ্ক

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

যানজটের বন্দরবাজারে আতঙ্ক

সিলেট নগরীর ব্যস্ততম এলাকা বন্দরবাজার। সিলেট সিটি করপোরেশন, জেলা পরিষদ, জজ আদালত, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের অবস্থান এই এলাকায়। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি বিশাল মার্কেট ও কাঁচাবাজার। যে কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরবাজারে লেগে থাকে যানজট। বন্দরবাজারমুখী তালতলা থেকে সোবহানীঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার যানজটে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় ওই এলাকা দিয়ে যাতায়াতকারী লোকজনকে। করোনা সংক্রমণেও সবচেয়ে আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে এই বন্দরবাজার। স্বাস্থ্যবিধি না মেনে অফিস, আদালত ও মার্কেটে আসা লোকজন ওই এলাকায় ভিড় করায় করোনা সংক্রমণের আতঙ্ক দেখা দিয়েছে। সিলেটের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের মার্কেট হিসেবে পরিচিত বন্দরবাজারের হাসান মার্কেট, মধুবন ও লালদিঘী হকার্স মার্কেট। পাশাপাশি ওই এলাকায় রয়েছে সবজির আড়ত ব্রহ্মময়ী বাজার, মাছের বাজার লালবাজার ও মোবাইল ফোনের করিমউল্লাহ মার্কেট। প্রতিদিন সিলেট নগরীসহ বিভিন্ন এলাকার লোকজন এসব মার্কেট ও বাজারে ভিড় করেন। এ ছাড়া সরকারি দফতরগুলোতে নানা কাজে আসেন হাজারো মানুষ। দাফতরিক কাজ শেষে তারাও প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেন বন্দরবাজারের বিভিন্ন মার্কেট ও বাজারে। কেনাকাটা ছাড়াও বৃহত্তর বন্দরবাজার এলাকায় রয়েছে সিএনজি অটোরিকশার ৫টি স্ট্যান্ড। দিনভর এই এলাকা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এলাকায় জনসমাগম লেগে থাকলেও বেশির ভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়াই তারা বিচরণ করছেন। গ্রাম থেকে যারা আসছেন তাদের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণের কোনো বালাই নেই। সামাজিক দূরত্ব মানার মতো পরিস্থিতিই নেই ব্যস্ততম এই এলাকায়। এতে বন্দরবাজারে যাওয়া লোকজন বাসায় ফিরছেন করোনাভাইরাস নিয়ে। কোনো কাজে বন্দরবাজারে যাওয়ার পর বাসায় ফিরে অসুস্থবোধ করছেন। উপসর্গ দেখা দেওয়ার পর নমুনা পরীক্ষা করালে ধরা পড়ছে করোনা পজিটিভ। বিমানবন্দর এলাকার ফয়জুল হক জরুরি কাজে এসেছিলেন সিটি করপোরেশনে। ফেরার পথে তিনি বন্দরবাজার থেকে প্রয়োজনীয় সদাইপাতি কিনেন। এর দুই দিন পর তিনি শরীরে জ্বর ও ব্যথা অনুভব করেন। পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিলে রবিবার জানানো হয় তিনি করোনা আক্রান্ত। সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতে মানুষকে সচেতন করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। কিন্তু কিছু মানুষকে কোনোভাবেই সচেতন করা যাচ্ছে না। বন্দরবাজার এলাকার অবস্থা খুবই ভয়াবহ। একদিকে কেউ মানছে না সামাজিক দূরত্ব, অন্যদিকে মাস্ক ছাড়াই বাজারে আসছেন লোকজন। ফলে ওই এলাকা করোনা সংক্রমণের হটস্পটে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর