মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

করোনাকালে ডেঙ্গু সতর্কতা

ঘনবসতি এবং এডিস মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে স্প্রে করা হচ্ছে বলে জানান মেয়র ইকরামুল হক টিটু

সৈয়দ নোমান, ময়মনসিংহ

করোনাকালে ডেঙ্গু সতর্কতা

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পুরোদমে ব্যস্ত ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। করোনা ছড়িয়ে পড়ার আতঙ্কের পাশাপাশি এখন ডেঙ্গুর আতঙ্কও জেঁকে বসেছে নগরবাসীর মধ্যে। তাই এডিস মশার বংশ বিস্তার রোধে এপ্রিলের শুরু থেকেই সাবধান মসিক, এমন দাবি শীর্ষ কর্তাদের। চলতি মাসের শুরুতেই মশক নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য মসিক মেয়রকে আহ্বায়ক করে একটি টেকনিক্যাল কমিটি কাজ করছে। সঙ্গে আছে কয়েকটি মোবাইল টিমও। ঘনবসতি এবং এডিস মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে স্প্রে করা হচ্ছে বলে জানান মেয়র ইকরামুল হক টিটু।

তিনি জানান, এডিস মশার বংশ বিস্তার রোধে ফগার মেশিন দিয়ে স্প্রে করার জন্য আরও ৫০০ লিটার কীটনাশকের চাহিদা দেওয়া হয়েছে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে। এ ছাড়াও আরও উন্নত মানের ২০টি ফ্লো মাস্টার স্প্রে মেশিন আনার প্রক্রিয়াও চলছে। যা ফগার মেশিন থেকেও মশা নিধনে বেশি কার্যকর। জানা যায়, মশক নিধন কার্যক্রমের স্থবিরতা, গাইডলাইনের অভাব এবং মানুষের অসচেতনতাই ডেঙ্গুর প্রকোপের জন্য দায়ী। হঠাৎ থেমে থেমে স্বল্পমেয়াদি বৃষ্টিতে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা খুব বেশি মাত্রায় প্রজনন সক্ষমতা পায়। ফলে এডিস মশার বিস্তারও ঘটে বেশি। উৎস বন্ধ না করতে পারলে ডেঙ্গুর ঝুঁকি থেকেই যাবে। এসব বিষয় মাথায় রেখেই এপ্রিলের শুরু থেকে নগরীতে মশক নিধনের কার্যক্রম চলছে বলে জানান স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার। তিনি জানান, ৩৩টি ওয়ার্ডের জন্য ৪৫টি মেশিন আছে। প্রতিদিন নিয়ম করে অলিতে-গলিতে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে।

সর্বশেষ খবর