মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

ছাদ বাগানের করমচা

ছাদ বাগানের করমচা

পুষ্টিগুণে ভরপুর টক স্বাদের বর্ষার ফল করমচা কাঁচা অবস্থায় সবুজ, পাকলে জমাট রক্তের মতো লাল হয়ে যায়। বিশ্ব কোষ উইকিপিডিয়ার তথ্যমতে, করমচায় ফ্যাট বা কোলেস্টেরল না থাকায় তা ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্য খুব ভালো। ওজন কমাতে সাহায্য করা এই ফলটি খাবারে রুচি বাড়ায়। মৌসুমি সর্দি-জ্বর, স্কার্ভি, দাঁত ও মাড়ির নানা রোগপ্রতিরোধে ফলটি অতুলনীয়। রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃদরোগের ঝুঁকি কমানোসহ শরীরের চুলকানি ও ত্বকের নানা রোগপ্রতিরোধে জুড়ি নেই করমচার। শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সহায়তা করে করমচা। এছাড়া যকৃৎ ও কিডনির রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেটের অসুখ নিরাময়, শরীরের ক্লান্তি দূর, বাতরোগ ও ব্যথা নিরাময়ে কাজ করে করমচা। 

করমচা গাছের মূলে রয়েছে হৃদরোগ নিরাময়ী উপকারী ক্যারিসোন, বিটাস্টেরল, ট্রাইটারপিন, ক্যারিনডোনা ও লিগনাম। কাঁচা করমচার রস কৃমিনাশক হিসেবেও খুব ভালো। এর পাতা থেকে শুরু করে ফল পর্যন্ত পুষ্টিগুণে ভরা। নাগরিক রোগ-যন্ত্রণার অনেক কিছুর উপশম মিলবে করমচায়। ইদানীং রাজধানীতে অনেকের ছাদ বাগান কিংবা বারান্দার টবে করমচার গাছ দেখা যায়। নগরীর ইস্কাটনের এক বাসা থেকে বৃষ্টি¯œাত করমচার ছবি তুলেছেন রোহেত রাজীব।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর