মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

নগর বাড়ছে আকাশমুখী

কাজী শাহেদ, রাজশাহী

নগর বাড়ছে আকাশমুখী

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভবন নির্মাণ নীতিমালা অমান্য করেই নগরীতে গড়ে উঠছে নতুন নতুন ভবন। অভিযোগ আছে, আরডিএ কর্মকর্তাদের ম্যানেজ করেই চলছে ভবন নির্মাণযজ্ঞ। ফলে পরিকল্পিত নগরীর যে পরিকল্পনা আরডিএ করছে, তা দুষ্কর। তাই প্রশ্ন উঠেছে, তাহলে আরডিএর কাজ কি? নগরীর উপশহর হাউজিং এস্টেটের ১ নম্বর সেক্টর ঘুরে দেখা যায়, পুরনো বাড়িগুলো একটি নির্দিষ্ট নিয়মে নির্মাণ করা হয়েছে। ১০-১৫ বছর ধরে উপশহর হাউজিং এস্টেটের ১ নম্বর সেক্টরের বাড়িগুলোর মাঝে ৩ ফুট দূরত্ব বজায় রেখে নির্মিত হয়ে আসছে। প্রত্যেক বাড়ির মালিক দেড় ফুট করে জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করে আসছেন। ফলে এই নিয়ম মেনেই এখানকার বাড়িগুলো তৈরি হয়েছে। আরডিএর নীরবতা এটাকে বৈধতা দিয়েছে। নগরবাসীর অভিযোগ, পাঁচতলার অনুমোদন নিয়ে সাততলা ভবন নির্মাণ করা হচ্ছে। সাততলার অনুমোদন নিয়ে ১০ তলা ভবনও বানানো হচ্ছে। ইমারত বিধিমালা উপেক্ষা করে সড়ক ঘেঁষে ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের উচ্চতা অনুযায়ী রাস্তা ও ফাঁকা জায়গা ছাড়ার নির্দিষ্ট বিধি থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। নগরীর লক্ষ্মীপুরে ১৩ তলার অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। মাটির নিচে তিন তলাসহ ১৩ তলা ভবনটির পাইলিং কয়েক মাস আগে শেষ হয়েছে। মূল ভবন নির্মাণের সময় পাশের চৌরঙ্গী মসজিদ ভবন হেলে পড়েছে। ভবনটি পাশের সেঞ্চুরি আবাসিক হোটেল ভবন ও দুটি ভবনের গায়ে হেলে পড়েছে। নির্মাণাধীন পপুলার ভবনের পাশের তিনটি ভবনে ফাটল ধরায় সংশ্লিষ্ট ভবন মালিক ও মসজিদ কমিটি আরডিএ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। পপুলারের ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার আবেদন জানান তারা। আরডিএর অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ বলেন, ইমারত বিধি মেনে চলার শর্তে পপুলারকে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু পপুলার কর্তৃপক্ষ বিধি মানছে না বলেই প্রাথমিকভাবে মনে হয়েছে। অভিযোগ পাওয়ার পর আরডিএর পক্ষ থেকে চিঠি দিয়ে সতর্কও করা হয়েছে। নিয়ম না মানলে তাদের ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। তিনি জানান, মহানগরীতে নতুন নতুন বহুতল ভবন হচ্ছে। ইমারত বিধি লঙ্ঘনেরও অনেক অভিযোগ আসছে। আরডিএর চেয়ারম্যান আনওয়ার হোসেন জানান, আরডিএ পরিকল্পিত নগরী গড়তে ইমারত বিধিমালা মানতে নাগরিকদের বাধ্য করবে। কারণ যিনি ভবন নির্মাণ করেন, কেবল তিনি ঝুঁকিতে থাকেন না। পাশের সবাই ঝুঁকিতে পড়েন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর