শিরোনাম
মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা
রংপুর সিটি করপোরেশন

রোগীর বর্জ্যে সংকট বাড়ছে

নজরুল মৃধা, রংপুর

রোগীর বর্জ্যে সংকট বাড়ছে

পুড়িয়ে ফেলার নিয়ম থাকলেও রংপুরে করোনা রোগীদের বর্জ্য ফেলা হচ্ছে সাধারণ ময়লার ভাগাড়ে। যারা এগুলো বহন করে নিয়ে যাচ্ছে তারাসহ নগরবাসী পড়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। সিটি করপোরেশন পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, বাধ্য হয়ে এসব বহন করতে হচ্ছে। অপরদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা আক্রান্ত রোগীদের ব্যবহৃত সামগ্রী, খাবারের উচ্ছিষ্ট অংশ গ্লোভস, মাস্কসহ করোনা বর্জ্য অন্যান্য সাধারণ বর্জ্য যেখানে ফেলা সেখানেই ফেলা হচ্ছে। রংপুর ডেডিকেটেড হাসপাতালসহ অন্যান্য স্থানে করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এসব রোগীর ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা হচ্ছে। সেখান থেকে ওইসব বর্জ্য সিটি করপোরেশনের কর্মীরা বহন করে নিয়ে সাধারণ ময়লার সঙ্গে রাখছে। ফলে করোনা রোগীদের এসব বর্জ্য থেকে অন্যদের করোনা সংক্রমিত হওয়ার শঙ্কা বাড়ছে। পরিচ্ছন্নতা কর্মীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে যেখানে করোনা রোগীদের বর্জ্য রাখা হবে তার আশপাশে যেন ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখা হয়। অনেক প্রতিষ্ঠান ব্লিচিং পাউডার ছিটানো তো দূরের কথা নিজেদের ইচ্ছে মতো স্থানে এসব বর্জ্য রাখছে। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বর্জ্য বহনকারীরা। জেলা সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় বলেন, এসব বর্জ্য পুড়িয়ে না ফেলে যত্রতত্র ফেলা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব বর্জ্য যাতে পুড়িয়ে ফেলা হয় এ জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হবে। এর পরও যদি বর্জ্য না পুড়িয়ে এভাবে রাখে তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর