মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

সাড়া ফেলেছে অনলাইন ক্লাস

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

সাড়া ফেলেছে অনলাইন ক্লাস

অনলাইনে ভিডিও ক্লাস কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলেছে। শিক্ষকদের আপলোড করা ভিডিও ক্লাসে মনোযোগ দিচ্ছে ভিক্টোরিয়ার প্রায় ২৭ হাজার শিক্ষার্থী। এদিকে ভিক্টোরিয়া সরকারি কলেজে ডিজিটাল স্টুডিও উদ্বোধন করা হয়েছে। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্টুডিওর উদ্বোধন করেন সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানটি কলেজের অফিশিয়াল ফেসবুক পেইজে প্রচার করা হয়। বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহজাহান, ডিজিটাল স্টুডিও নির্মাণ কমিটির প্রধান ড. মো. রাজু আহাম্মদ, ইংরেজি বিভাগের শিক্ষক জুবাইদা নূর খানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, ডিজিটাল স্টুডিও স্থাপনের মাধ্যমে কুমিল্লা আরও একধাপ এগিয়ে যাবে। ভিডিও ক্লাসের মাধ্যমে ভিক্টোরিয়া কলেজসহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।

বাংলাদেশ প্রতিদিনকে কলেজের শিক্ষার্থী আবু সুফিয়ান রাসেল ও মোহাম্মদ শরীফ বলেন, করোনায় কলেজ বন্ধ। দীর্ঘদিন শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দূরে। এই সময়ে অনলাইন ক্লাস শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ। এই ব্যতিক্রম উদ্যোগ ছড়িয়ে দিতে আরও  বেশি প্রচারণা দরকার। শিক্ষক পরিষদ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, আমাদের কলেজের ফেসবুক পেইজে আট শতাধিক ক্লাস আপলোড করেছি। এতে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। সম্প্রতি কলেজে ডিজিটাল স্টুডিও স্থাপন করা হয়েছে। এতে শিক্ষকরা লাইভ ক্লাস ও ভিডিও ক্লাস দ্রুত আপলোড করতে পারবেন। ইতিমধ্যে ৯০ ভাগ শিক্ষক ভিডিও ক্লাসে অভ্যস্ত হয়েছেন। আশা করছি কয়েকদিনের মধ্যে সবাই অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান করবেন। অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া বলেন, সরকারি ঘোষণার পরপর থেকেই ভিক্টোরিয়া কলেজ অনলাইন ক্লাস শুরু করেছে। উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্সসহ সব বর্ষের অনলাইন ক্লাস চালু আছে। ইতিমধ্যে আট শতাধিক ভিডিও ক্লাস অনলাইনে রয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করছে। ডিজিটাল স্টুডিও যাত্রার মাধ্যমে আমরা আরও এগিয়ে যাব। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বাসায় থেকে অনেকে বিষণœ। তাদের আনন্দিত করতে অনলাইন ক্লাসের ফাঁকে সাংস্কৃতিক পরিবেশনার জন্য শিক্ষকদের বলা হয়েছে।

সর্বশেষ খবর