মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা যন্ত্রণার সঙ্গে ক্ষতবিক্ষত সড়ক

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

করোনা যন্ত্রণার সঙ্গে ক্ষতবিক্ষত সড়ক

করোনা যন্ত্রণার সঙ্গে এখন চরম আকার ধারণ করেছে চট্টগ্রাম নগরের ক্ষতবিক্ষত সড়কের ভোগান্তি। নগরের অনেক সড়ক দিয়ে এখন হাঁটাও দায়, চরম বেগ পেতে হয় যানবাহন চলাচলে। প্রধান কিছু সড়ক তুলনামূলক ভালো থাকলেও অন্যগুলোর অবস্থা নাজুক। ফলে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের সড়কগুলো নিয়মিত সংস্কার করে থাকে।     

অভিযোগ আছে, নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় তা বছর না ঘুরতেই নষ্ট হয়ে যায়। তাছাড়া দেখা যায়, এক সড়ক বার বার মেরামত করা হয়, আবার কোনো কোনো সড়ক বছরেও সংস্কার হয় না। আন্দরকিল্লাহ-জামাল খান-কাজীর দেউড়ি সড়কটি বার বার সংস্কার করা হয়। অবস্থাদৃষ্টে মনে হয়, আন্দরকিল্লাহ-জামাল খান মানেই পুরো নগর। বহদ্দারহাট এলাকার ভুক্তভোগী বাসিন্দা ফারুকুল ইসলাম বলেন, ‘বহদ্দারহাট এলাকার সড়কগুলো দিয়ে চলাচল করা দায়। এগুলো সংস্কার করা হলেও বৃষ্টি হলেই নষ্ট হয়ে যায়। ফলে তৈরি হয় ছোট-বড় গর্ত। জমে যায় পানি। দুর্ভোগ পিছু ছাড়ে না বাসিন্দাদের।’    

চসিকের প্রধান প্রকৌশলী সোহেল আহমেদ বলেন, ‘করোনা এবং বৃষ্টির কারণে গত তিন মাস নগরের সড়কগুলোর নিয়মিত সংস্কার করা হয়নি। তবে সোমবার থেকে নগরের ক্ষতি হওয়া সড়কগুলো ইট ও বালি দিয়ে মেরামত করা শুরু হওয়ার কথা। বর্ষা মৌসুম শেষ হলে নগরের ক্ষতবিক্ষত সড়কগুলোর তালিকা তৈরি করে স্থায়ীভাবে মেরামত করা হবে।’ 

সরেজমিন জানা যায়, বর্ষার আগে থেকেই নগরের অনেক সড়ক ক্ষতবিক্ষত হয়ে যায়। ফলে পথচারী ও যাতায়াতে ওষ্ঠাগত নাগরিক জীবন। নগরের পোর্ট কানেক্টিং রোড, এক্সেস রোড, বহদ্দারহাট আরাকান সড়ক, অলংকার বাগানবাড়ি সড়ক, নন্দন কানন তুলসীদাম রোড, চাক্তাই-খাতুনগঞ্জের বিভিন্ন সড়ক, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বিভিন্ন সড়ক, অক্সিজেন-কুয়াইশ সড়ক, স্টেশন রোড ও বিআরটিসি রোড, টাইগার পাস থেকে কদমতলী সড়ক, বারিক বিল্ডিং মোড় থেকে ডিটি রোড, মাদারবাড়ী এলাকা রোড, বহদ্দারহাট মোড় থেকে রাহাত্তর পুল, চকবাজার কাঁচাবাজার মোড়সহ বিভিন্ন সড়ক এখন ক্ষতবিক্ষত। তাছাড়া জোয়ারের পানিতে টাইগারপাস মোড়সহ বিভিন্ন অংশ ভেঙে যায়।

সর্বশেষ খবর