মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে আরও একটি ফ্লাইওভার

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহীতে আরও একটি ফ্লাইওভার

করোনা সংকট পেছনে ফেলে রাজশাহীতে আবারও শুরু হয়েছে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজ। পুরোদমে চলছে নগরীর কাশিয়াঙ্গা বাইপাস সড়ক সংস্কার কাজ। প্রথম ফ্লাইওভারের নির্মাণকাজও প্রায় শেষের পথে। এরই মধ্যে যানজট নিরসনে নগরীর বর্ণালী মোড় থেকে বিলসিমলা পর্যন্ত আরেকটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করছে রাজশাহী সিটি করপোরেশন। নগরীতে বসবাস বাড়তে থাকায় বেড়েছে যানবাহন। এতে বাড়ছে যানজট। তাই বড় পরিকল্পনা হাতে নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। যানজট নিরসনে নগরীর উন্নয়নে বর্ণালী মোড় থেকে বিলসিমলা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হবে। রাসিকের ষষ্ঠ সাধারণ সভায় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ পরিকল্পনার কথা জানান। মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, যানজট নিরসনে নগরীর বর্ণালী মোড় থেকে বিলসিমলা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

শুধু নগর উন্নয়ন নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ভূমি উন্নয়ন কাজও শুরু হয়েছে রাজশাহীতে। রাজশাহীতে শিল্পায়ন প্রতিষ্ঠা ও বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্পনগরী-২ স্থাপন কাজ শুরু হয়েছে। সিটি মেয়র বলেন, বিসিক শিল্পনগরী-২ রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এ প্রকল্পটি বাস্তবায়নের ফলে রাজশাহী অঞ্চলে শিল্পায়ন বিস্তার লাভ করবে এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে।’ বিসিক সূত্র জানিয়েছে, রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা। এরমধ্যে ভূমি ও ভূমি উন্নয়ন ব্যয় ১০৫ কোটি টাকা। বাকি ৬৭ কোটি টাকায় শিল্প স্থাপনের সব অবকাঠামো নির্মাণ, রাস্তা, ড্রেন, কালভার্ট নির্মাণ, পানি, গ্যাস ও বিদ্যুৎ লাইন সংযোগ, সীমানা প্রাচীর, পাম্প হাউজিং, অফিস, পানি সংরক্ষের জন্য পুকুর ইত্যাদি স্থাপন করা হবে। প্রকল্পটির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। বিশেষায়িত শিল্পনগরী স্থাপনের মাধ্যমে রাজশাহীর মানুষের দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ হবে।

সর্বশেষ খবর