মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ফুটপাথে রঙিন ছাতা

ফুটপাথে রঙিন ছাতা

এই শ্রাবণে আকাশ কালো করে বৃষ্টি নামে যখন তখন। তাই বাইরে বেরালে প্রায় সবারই সঙ্গী হয় প্রিয় ছাতাটি। 

বর্ষার মৌসুম প্রায় শেষের দিকে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবার মাঝে মধ্যে ঝাঁজালো রোদেরও দেখা মেলে। তাই বর্ষায় অন্যতম ভরসা ছাতা। বৃষ্টির মৌসুমে বৃষ্টি হবে আবার দৈনন্দিন কাজও চলবে। কাজের তাগিদে বৃষ্টির ঘনত্ব যাই হোক সবাই চলে আসে যে যার কাজে। এ সময় বাসা থেকে বেরোতে হলেও ছাতা সঙ্গে রাখতেই হবে। অনেকে বৃষ্টির হাত থেকে যেমন রক্ষা পেতে চায়, ঠিক তেমনি এসব সাজসজ্জায় ফ্যাশনকেও গুরুত্ব দেয়। তাই নিত্যসঙ্গী ছাতাকেও হতে হয় আকর্ষণীয়। বর্ষার মৌসুমে পোশাকের সঙ্গে মিলিয়ে ছাতা কেনা যায়।

এখন বাজারে বাহারি সব রকমের ছাতা পাওয়া যায়। যা দেখতে বেশ সুন্দর এবং অনায়াসে বহনযোগ্য। এ ছাড়াও মানসম্পন্ন ফ্যাশনেবল ফোল্ডিং ছাতা বাজারে পাওয়া যায়। রাজধানীতে টিপ ছাতা, দুই ফোল্ডিং, তিন ফোল্ডিংয়ের ছাতা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ক্রেতাসাধারণের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দামে কম, আকারে ছোট ও দেখতে সুন্দর। সব মিলে এসব ছাতা দেশের বাজার এখন ছেয়ে গেছে। নগরীর শাহবাগের ফুটপাথে শিল্পী নাজির হোসেন নানা রকম পশু পাখির ও প্রাণীর ছবি এঁকে দৃষ্টিনন্দন ছাতা বিক্রি করেন। সম্প্রতি ছবি তুলেছেন- জয়ীতা রায়

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর