মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পদ্মায় ডুবছে আরডিএর মার্কেট

কাজী শাহেদ, রাজশাহী

পদ্মায় ডুবছে আরডিএর মার্কেট

রাজশাহী মহানগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত পদ্মা আবাসিক এলাকা। এ আবাসিক এলাকা হয়ে চন্দ্রিমা আবাসিক এলাকার দিকে যেতে রাস্তার পাশের একটি ভবন দেখে মনে হতে পারে এটি একটি বস্তি। কিন্তু বস্তি নয়। পদ্মা আবাসিক এলাকার মানুষের সুবিধার জন্য তৈরি করা হয়েছিল এই মার্কেট। কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় এখন বেহাল দশা। যেন দেখার কেউ নেই। মার্কেটটি নির্মাণ করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নগরীর তেরখাদিয়া এলাকায় একটি মার্কেট নির্মাণ করেছে রাজশাহী সিটি করপোরেশন। দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সেখানে ব্যবসা করতে পারেন না মালিকরা। দোকানগুলো এখনো বন্ধ। আর ফুটপাথে ব্যবসায়ীরা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে আবাসিক এলাকার মার্কেটগুলো ব্যবহার না হওয়ায় অরক্ষিত অবস্থায় দিনকে দিন ধসে পড়ার উপক্রম। অভিযোগ উঠেছে, কোনো পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই না করে তৈরি করা হয়েছে এসব মার্কেট। ফলে টাকা বিনিয়োগ করেও কোনো লাভ তুলতে পারছে না প্রতিষ্ঠানটি। আরডিএ’র উদ্যোগে নগরীতে আছে আরও ৬টি সুপার মার্কেট। যেগুলোর মধ্যে কোনোটির কাজ শেষ হয়েছে, আবার কোনোটির কাজ শেষ না হতেই যে যার মতো দখলে নিয়েছেন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে তৈরি নগরীর পদ্মা আবাসিক এলাকার পদ্মা সুপার মার্কেট। নির্মাণকাজ শেষে দোকান বরাদ্দ হয়েছে। তবে তাতে নেই কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান। এক যুগ আগে কোটি টাকা ব্যয়ে মার্কেটটি নির্মাণ হলেও এখন সেখানে ছিন্নমূল মানুষ বসবাস করছেন। পদ্মা আবাসিকের পাশেই আরও একটি আবাসিক এলাকার মহানন্দা সুপার মার্কেটটিও আরডিএ’র উদ্যোগে তৈরি হয়েছে বছর পাঁচেক আগে। কিন্তু এখানকার চিত্রও সেই একই। সন্ধ্যা নামলেই মাদকসেবীদের আখরায় পরিণত হয় অরক্ষিত দোকান ঘরগুলো। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফজলুল হক জানান, পদ্মা আবাসিকের এই মার্কেটটি কোনো কাজে আসে না। বরং মার্কেটটির কারণে এলাকার সৌন্দর্য নষ্ট হয়েছে। মার্কেটটিতে বস্তি গড়ে তোলায় রাতের বেলা চুরি-ছিনতাইও বেড়েছে। বছরের পর বছর মার্কেটগুলো পরিত্যক্ত অবস্থায় থাকলেও এনিয়ে নতুন কোনো পরিকল্পনা নেই আরডিএ’র। আরডিএ’র অথরাইজড কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ওই মার্কেটগুলো নিয়ে তারা এখন ভাবছেন না।

সর্বশেষ খবর