মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ময়মনসিংহবাসীর যত দুর্ভোগ সড়কে!

সৈয়দ নোমান, ময়মনসিংহ

ময়মনসিংহবাসীর যত দুর্ভোগ সড়কে!

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকার সড়কে সাধারণ মানুষের দুর্ভোগ অন্তহীন। পথে পথে তীব্র যানজট বিষিয়ে তুলছে প্রতিটি নাগরিককে। পুলিশের ট্রাফিক বিভাগও হিমশিম খাচ্ছে যানবাহন নিয়ন্ত্রণে। জনজীবনের এমন ভোগান্তিতে মসিক শোনাচ্ছে আশার বাণী। নগরবিদরা বলছেন, নগরীর বুকে দাপিয়ে বেড়ানো ট্রাক, দুটি বাস টার্মিনাল ও অপ্রশস্ত সড়ক এখন নগরবাসীর জন্য অভিশাপ। দ্রুত এ সমস্যার সমাধান না হলে চারদিকের উন্নয়ন কর্মযজ্ঞ যানজট দুর্ভোগেই ম্লান হবে। এ জন্য সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে একটি বাসস্ট্যান্ড এবং মহিলা কলেজ সংলগ্ন ত্রিশাল বাসস্ট্যান্ড রয়েছে। আর এ দুটি স্ট্যান্ডকে ঘিরেই র‌্যালি মোড় থেকে পাটগুদাম ব্রিজ মোড় হয়ে কেওয়াটখালী, পাটগুদাম ব্রিজ মোড় থেকে শম্ভুগঞ্জ মোড় ও ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, নতুন বাজার মোড় থেকে চরপাড়া মোড় পর্যন্ত দিনভর লেগে থাকে তীব্র যানজট। নাভিশ্বাস উঠছে চলাচলকারীদের। এমনকি অ্যাম্বুলেন্সসহ জরুরি সার্ভিসের গাড়িগুলোও এ পথে চলে কচ্ছপ গতিতে। পাটগুদাম ব্রিজ  মোড়ের বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন শত শত বাস যাওয়া-আসা করছে বিভিন্ন গন্তব্যে। বৃহত্তর ময়মনসিংহ ছয় জেলাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটেও বাস চলে এই টার্মিনাল থেকেই। অপরদিকে গোটা নগরীর কোথাও নেই ট্রাক টার্মিনাল। ২৪ ঘণ্টাই শহরের বুক দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্র দানব। সারা দিন বড় বাজার ও ছোট বাজার এলাকায় চলে মালামাল ওঠা-নামা। ব্যাংক পাড়ায় আগত গ্রাহকরাও যানজটে বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা।  নিত্যকার এমন জনদুর্ভোগ প্রসঙ্গে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, একটি অত্যাধুনিক ট্রাক টার্মিনাল করার পরিকল্পনা নিয়েছে করপোরেশন। পাটগুদাম ব্রিজ মোড়ের বাসস্ট্যান্ডকে সরিয়ে শম্ভুগঞ্জে স্থান্তরের বিষয়টিও স্থানীয় সরকার বিভাগে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ত্রিশাল বাসস্ট্যান্ডকে মাসকান্দা বাস টার্মিনালে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, নগরবাসীর দুর্ভোগ নিরসনকল্পে সব সড়ক প্রশস্তকরণের বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মন্ত্রী ওবায়দুল কাদের ও সচিব মো. নজরুল ইসলাম অবিলম্বে সড়ক প্রশস্তকরণের জন্য পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ খবর