মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রেলওয়ে জংশনে অপরাধীদের আনাগোনা

আফজাল, টঙ্গী

রেলওয়ে জংশনে অপরাধীদের আনাগোনা

রেলওয়ে জংশন ঘিরে ভাসমান অপরাধীদের আনাগোনা চলছে। ঢাকার অদূরে টঙ্গী ও জয়দেবপুর রেলওয়ে জংশন ও রেলওয়ে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসায়ীদের কর্মকা- দিন দিন বেড়েই চলছে। রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপস্থিতির পরও কোনো না কোনো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আর এসব অপরাধীর কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ছে।

সরেজমিন এলাকা ঘুরে জানা যায়, ঢাকা থেকে গাজীপুরের ওপর দিয়ে ট্রেনযোগে প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করছে। টঙ্গী ও জয়দেরপুর রেলওয়ে জংশন দুটির গুরুত্বপূর্ণ স্থানগুলো এখন অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে। টঙ্গী রেলওয়ে জংশন প্ল্যাটফর্মে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, প্ল্যাটফর্মের আশপাশ ঘিরে রয়েছে চোরাই জুতা, কাপড় ও মোবাইল বাজার। চোরাই মালামাল বিক্রি হয় ওইসব দোকানে। অপরাধীরা প্ল্যাটফর্মে কিংবা আশপাশে অবস্থান নিয়ে চালিয়ে যায় তাদের কার্যক্রম। তবে সন্ধ্যা ঘনিয়ে আসলেই শুরু হয় তাদের ব্যাপক তৎপরতা। সম্প্রতি জংশনের পূর্ব থেকে ওতপেতে থাকা ছিনতাইকারী এক যাত্রীর মোবাইলে কথা বলার সময় মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশি ঝামেলার ভয়ে কেউ থানায় যান না। অভিযোগও করেন না। রেলওয়ে জংশন এলাকায় এসব ঘটনায় ফাঁড়ি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। স্থানীয় বাসিন্দা আমিন উদ্দিন বলেন- চুরি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের আখড়া দুই রেল জংশন। থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ একটু তৎপর হলেই অপরাধ দমন সম্ভব। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, চুরি, ছিনতাই এখন নেই বললেই চলে। রেলওয়ের বাইরে হলে তা আমাদের দেখার বিষয় নয়। টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার হালিমুজ্জামান বলেন, এসব দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা দেখবে। প্ল্যাটফর্মে অবৈধ দোকানপাট তেমন একটা নেই। স্টেশনের পাশে ভাসমান কিছু মার্কেট রয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন জেলার অপরাধচক্রের সদস্যরা টঙ্গী, জয়দেবপুরসহ বিভিন্ন জংশনে নামে, পরে চুরিসহ বিভিন্ন অপরাধ করে আবার চলে যায়। ভাসমান অপরাধীর বিরুদ্ধে জিআরপি পুলিশের পাশাপাশি আমাদের অভিযানও অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ খবর