মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নগরজুড়ে অসহনীয় যানজট!

আফজাল, টঙ্গী

নগরজুড়ে অসহনীয় যানজট!

নগরজুড়ে অসহনীয় যানজট। শাখা সড়ক, আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যানজটে চরম দুর্ভোগের শিকার যাত্রী ও সাধারণ মানুষ। মহাসড়কে বিআরটি প্রকল্পের নির্মাণকাজ এবং কিছু কিছু জায়গায় খানাখন্দ রয়েছে। তাছাড়া সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা এলোমেলোভাবে চলাচল যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কে ইজিবাইক ও অটোরিকশা বিশৃঙ্খলভাবে চলছে। নগরবাসীর অভিযোগ, গাজীপুর ট্রাফিক পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা না থাকার কারণে দিন দিন যানজট বাড়ছে। এদিকে যানজট নিরসনে পুলিশের চেষ্টা অবিরাম রয়েছে বলে তারা দাবি করছেন। সরেজমিন নগর ঘুরে দেখা যায়, শিল্পনগরী গাজীপুরে অসহনীয় যানজটে নাকাল নগরবাসী। গাজীপুর এখন যানজটের নগরী হিসেবে পরিচিত। বেশ কয়েকটি কারণে দিন দিন যানজট বাড়ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আবদুল্লাপুর, টঙ্গী বাজার, স্টেশন রোড, চেরাগ আলী, কলেজগেট, গাজীপুরা, চৌরাস্তাজুড়ে বিআরটি প্রকল্পের কাজ চলছে। এদিকে টঙ্গী কালিগঞ্জ সড়কে ঢাকার প্রবেশমুখ স্টেশনরোড, নতুন বাজার রেলগেট, উড়াল সড়ক, বিসিক, আমতলী, টিঅ্যান্ডটি, শিলমুন, নিমতলী, মাঝুখান, মিরের বাজার, পুবাইলসহ বিভিন্ন এলাকায় অসহনীয় যানজট। এতে নগরবাসী দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিদিন। এ বিষয়ে ৪০ নম্বর ওয়ার্ড মেঘডুবি এলাকার এক বাসিন্দা রাজিবুল হাসান রাজীব বলেন, সড়কে যানজটের কারণে চলাচল মুশকিল হয়ে পড়েছে। তবে এই যানজটের অন্যতম কারণ, সড়কে ইজিবাইক ও অটোরিকশা বিশৃঙ্খলভাবে চলাচল। মনে হয় সড়কজুড়ে অটোরিকশার রাজত্ব। মহাসড়কে অটোরিকশা চললে যানজট কখনই কমবে না। নিত্যদিনের সঙ্গী নগরীর যানজট। টঙ্গী বিসিক পাগাড় এলাকার সিরাজ ডাইং কারখানার মালিক সিরাজুল ইসলাম বলেন, টঙ্গী স্টেশন রোড এলাকায় যানজট দেখা দিলে পুরো বিসিকে জ্যাম লেগে যায়। ফলে আমাদের মালবাহী গাড়ি আটকে ব্যাপক ক্ষতি হচ্ছে। বিসিকে আমরা যারা ব্যবসা করছি তাদের গাড়ি যানজটে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকলে ব্যবসায়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বসহকারে দেখা দরকার। একই কথা বললেন, মেঘনা রোডে অ্যামট্রানেট গ্রুপের এক কর্মকর্তা শাখওয়াত হোসেন সুজনসহ অনেকে। এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) পীযূষ কুমার দে বলেন, সড়কে অনেক গাড়ি। তাছাড়া ইজিবাইক ও অটোরিকশা মহাসড়কে উঠলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ  কাজ করছে, আশা করছি ঠিক হয়ে যাবে। আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি নেই।

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর