মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বর্জ্য অব্যবস্থাপনায় দূষিত বিসিক

আফজাল, টঙ্গী

বর্জ্য অব্যবস্থাপনায় দূষিত বিসিক

গাজীপুরের শিল্পনগরী টঙ্গী বিসিক ও কোনাবাড়ি বিসিকে বর্জ্য অব্যবস্থাপনায় দূষিত হচ্ছে পরিবেশ। অপচনশীল কঠিন ও তরল বিষাক্ত বর্জ্যরে কারণে জীববৈচিত্র্যের মান ঝুঁকির সম্মুখীন হয়ে পড়েছে। কারখানার সামনে ও মোড়ে বা সড়কের ওপর সৃষ্টি হচ্ছে ময়লার ভাগাড়। আবার তরল বিষাক্ত বর্জ্য তুরাগ নদে ফেলছে। এর ফলে পরিবেশ দূষণ ও জনচলাচলে দুর্ভোগ বাড়ছে।

নগর ঘুরে দেখা যায়, টঙ্গী ও কোনাবাড়ি বিসিকে প্রায় তিন শতাধিক শিল্প-কারখানা রয়েছে। কিন্তু এখানে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় কারখানা কর্তৃপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র ময়লা ফেলে রাখে। আবার ওয়াশিং, ডাইং কেমিক্যাল ও ওষুধ কারখানার মালিকরা কারখানার লাখ লাখ লিটার বিষাক্ত তরল বর্জ্য তুরাগ নদে ফেলছে। এসব কারণে কারখানার সামনে বা রাস্তায় উৎকট গন্ধে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টঙ্গী বিসিক রিম ডাইং কারখানার কর্মকর্তা লিটন বলেন, কারখানার বর্জ্য কারখানার সামনে রাখা হয়েছে। দু-একদিন পর পর মালিক সমিতির পক্ষ থেকে নির্দিষ্ট লোকের মাধ্যমে তা অপসারণ করা হবে। স্থানীয় ডাক বিভাগের পোস্টাল প্রিন্টিং কারখানার ম্যানেজার উৎপল কুমার বলেন, আমাদের অফিসের পাশেই সড়কের ওপর রয়েছে দীর্ঘদিনের ময়লার ভাগাড়। যার জন্য অফিসে বসা যাচ্ছে না। এটি একটি সরকারি অফিস অথচ এর সামনে ময়লা ফেলা হচ্ছে। এ বিষয়ে বিসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন বলেন, সিটি করপোরেশনের ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডের ময়লা ফেলছে বিসিকে। কারখানার সামনে যেসব ময়লা রাখা হয়, তা মালিক সমিতির লোক অপসারণ করে। কারখানার বিষাক্ত তরল বর্জ্য নির্গতের ব্যাপারে সরকারিভাবে উদ্যোগ নিয়ে সেন্ট্রাল ইটিপি নির্মাণ করা উচিত।

 

সর্বশেষ খবর