মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নির্মাণ কাজে নেই গতি, আছে যত দুর্ভোগ

আফজাল, টঙ্গী

নির্মাণ কাজে নেই গতি, আছে যত দুর্ভোগ

রাস্তার নির্মাণকাজে গতি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান নানা অজুহাতে নির্মাণকাজের নামে কালক্ষেপণ করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। গাজীপুরের টঙ্গীতে বেশ কয়েকটি রাস্তার নির্মাণকাজ ধীরগতিতে চলায় জনচলাচল ব্যাহত হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, টঙ্গীর সিলমুন আবদুর গফুর খান রোড, টঙ্গী আরিচপুর নদীবন্দর রোড, ৫৬ নম্বর ওয়ার্ড মাছিমপুরসহ বেশকিছু রাস্তার নির্মাণকাজ বিভিন্ন অজুহাতে ধীরগতিতে চলছে। আবার কিছু কিছু এলাকায় কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ড্রেনের কিছু অংশের কাজ করে রাস্তা করার কাজ বন্ধ রাখায় খানাখন্দ ও বড় বড় গর্তে বেহালদশায় পরিণত হয়েছে। জনদুর্ভোগ দেখা দিয়েছে চরমে। চলতি বছরের প্রথমদিকে বিশ্ববন্ধু নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০ মিটার রাস্তা ও ৫০০ মিটার ড্রেনের কাজ পায়। সেই ৫০০ মিটারের কাজ ১০ মাসেও সম্পন্ন হয়নি। এর ফলে ড্রেনের খোঁড়াখুঁড়িতে রাস্তায় বড় বড় গর্ত, খানাখন্দে চলাচলের অনপুযোগী হয়ে পড়েছে। স্থানীয় এক বাসিন্দা বাদশা মিয়া বলেন, ৫৬ নম্বর  ওয়ার্ড মাছিমপুর এলাকায় ছোট রাস্তার ড্রেনের কাজ করছে ছয় মাস ধরে। ওই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ১০ মাসে ৫০০ মিটার কাজের বিষয়ে বিশ্ববন্ধু ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ মুকুল বলেন, সিলমুন আবদুর গফুর খান রোডে ৫০০ মিটার ড্রেনের কাজ শেষ পর্যায়ে, ড্রেনের কাজ শেষ হলেই রাস্তার কাজ শুরু হবে। এ ব্যাপারে টঙ্গী জোনের নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দিতে না পারলে বিল আটকে দেওয়া হবে।

সর্বশেষ খবর