মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিলেটের সড়কে রিকশার রাজত্ব

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটের সড়কে রিকশার রাজত্ব

যানজট নিরসনে নতুন বছরের প্রথম দিন থেকে সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে সব ধরনের অযান্ত্রিক পরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সিটি করপোরেশন। এই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রিকশাচালকরা আগের মতো দাপিয়ে বেড়াচ্ছেন এই সড়কে। সিটি করপোরেশনের কর্মীদের বাধাও মানছেন না তারা। ব্যস্ততম এই সড়ক যানজটমুক্ত হওয়ার নগরবাসীর স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেছে। বছরের প্রথম দিন শুক্রবার হওয়ায় নগরীতে যানচলাচল এমনিতেই কম ছিল। ফলে বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচলে বাধা দেয়নি সিটি করপোরেশন। কিন্তু শনিবার সকাল থেকে সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যস্ত এই সড়কে বাড়তে থাকে রিকশা। দুপুর থেকে আগের মতো যানজটের সৃষ্টি হয়। এই অবস্থায় ওই সড়কে রিকশা চলাচল বন্ধ করতে নগরীর চৌহাট্টা ও বন্দর বাজার পয়েন্টে সিটি করপোরেশনের কর্মীরা মাঠে নামেন। তারা বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশা নিয়ে যেতে বাধা দেন চালকদের। কিন্তু তাদের বাধা উপেক্ষা করে চালকরা ওই সড়কে ঢুকে পড়েন। সিটি করপোরেশনের নিষেধাজ্ঞার পরও ওই সড়কে কেন রিকশা চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে চালক আবুল হাসেম বলেন, সারা শহরের মানুষ জিন্দাবাজার ও বন্দরবাজার আসতে চায়। এই সড়কে যাত্রী নিয়ে আসা বন্ধ করে দিলে সারা দিনে রিকশার জমা (ভাড়া) দিতে পারব না।

জিবরান মিয়া নামের আরেক চালক বলেন, সিটি করপোরেশন গরিব রিকশাচালকদের কথা চিন্তা না করে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছি। এর পরও মেয়র আমাদের কথা শোনেননি। তাই আমরা সিটি করপোরেশনের সিদ্ধান্ত না মেনে ওই সড়কে রিকশা চালাচ্ছি। নিষেধাজ্ঞা অমান্য করে ব্যস্ততম এই সড়কে রিকশা চলাচল বন্ধ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, ‘বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধের ব্যাপারে সিটি করপোরেশন অনানুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়েছে। আমরাও তাদের আশ্বাস দিয়েছি। আপাতত অভিযানের চেয়ে আমরা ‘মোটিভেশনাল’ কাজকে গুরুত্ব দিচ্ছি। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সড়কটি যানজটমুক্ত ও সৌন্দর্যবর্ধনের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যানজট নিরসনের জন্য ব্যস্ততম এই সড়কে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িসহ সব ধরনের অযান্ত্রিক পরিবহন চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রিকশা চলাচল বন্ধ করতে না পারলে যানজট নিরসন হবে না। ফলে রাস্তা প্রশস্তকরণ, মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া, ডিভাইডার স্থাপনসহ জনস্বার্থের উদ্যোগগুলো বিফলে যাবে।

সর্বশেষ খবর