মঙ্গলবার, ২৫ মে, ২০২১ ০০:০০ টা

ফুলের পসরা সড়কদ্বীপে

ফুলের পসরা সড়কদ্বীপে

রাজধানীর সড়কদ্বীপে ফুলের পসরা মেলে আছে প্রকৃতি। লকডাউনের কারণে বাতাসে দূষণ কম। প্রাণ ফিরে পেয়েছে ঢাকার প্রকৃতি। সবুজ কচিপাতা চোখ মেলছে। কুঁড়ি থেকে বেরিয়ে এসেছে ফুল। কত রঙিন দেখতে! লাল-হলুদ আর বেগুনি। অন্যরকম এক আবেশ ছড়াচ্ছে প্রকৃতি। রাজধানীর রাজপথের এখন বাহারি ফুলের পসরা। ঢাকার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, ‘ঢাকায় এমন দৃশ্য! ভাবাই যায় না। কী সুন্দর সবুজ হয়ে আছে নতুন পাতা। ফুল। প্রজাপতিও উড়ছে দেখি। এবার তাহলে ভাবুন, ঢাকায় কী দূষণ হয়? শুধু যে মানুষের জীবন ঝুঁকিতে তা নয়, এই প্রকৃতিও শ্বাস নিতে পারে না প্রাণ খুলে।’ করোনায় ধুঁকছে পাশের দেশ ভারত। স্বস্তিতে নেই বাংলাদেশও। সাধারণ ছুটির নোটিস ঝুলছে অফিসের দেয়ালে। জ্যৈষ্ঠের ফুরফুরে বাতাসে তরতর করে বেড়ে উঠছে সড়কদ্বীপের গাছ। পথ বিভাজনে সংসারপাতা ফুলগুলো। সারা বছরের ধূসরতা কেটে গেছে এ কদিনেই। আপন রূপে ফিরছে  শোভা বৃদ্ধির জন্য লাগানো লতাগুল্ম। এই শহর যে বায়ুদূষণের তালিকায় মাস কয়েক আগে শীর্ষে উঠে এসেছিল, এখন দেখে হয়তো কারও বিশ্বাস হবে না। ঢাকার ধানমন্ডি, বিজয়সরণি, মহাখালী, বনানী এবং বিমানবন্দর সড়ক ঘুরে দেখা গেছে পথের দুই পাশে লাগানো গাছগুলোতে নতুন সবুজপাতায় রোদ পড়ে দ্যুতি ছড়াচ্ছে। পথবিভাজনের ফুল গাছ, লতাগুল্মগুলোও সতেজ হয়ে উঠেছে। কোথাও কোনো কোলাহল  নেই। বাতাসে নেই ধুলোর ঝড়। ছবি : রোহেত রাজীব

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর