মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

পরিচ্ছন্নতা প্রচারণায় এক দশক

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

পরিচ্ছন্নতা প্রচারণায় এক দশক

কেউ ভয়েস আর্টিস্ট, কেউ শিক্ষক, ব্যবসায়ী কিংবা ছাত্র। তারা সড়ক ও মহাসড়ক পরিষ্কার নিয়ে কাজ করছেন। এ ছাড়া নিজেদের খরচে দেশব্যাপী পরিবেশ সুরক্ষায় প্রচারণা চালাচ্ছেন। ১০ বছর ধরে কুমিল্লার এক দল উদ্যমী যুবক পরিবেশ নিয়ে কাজ করছেন। স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ব্যানারে তারা একত্রিত হয়েছেন। এ পর্যন্ত ৪৫টি জেলায় তারা প্রচারণা চালান। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মিজান জানান, বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, রিসোর্ট, হাসপাতাল, কলকারখানা, পোলট্রি ফারম, বেকারি, হাট-বাজার, সিটি করপোরেশন ও পৌরসভার বর্জ্য-আবর্জনা, অপচনশীল পলিথিন, প্লাস্টিকের বোতল, হাঁস- মুরগি এবং গরু ছাগলের নাড়িভুঁড়ি, ক্ষতিকারক কেমিক্যাল, রাসায়নিক দ্রব্য সবই ফেলা হচ্ছে মহাসড়কের দুই পাশে। এতে একদিকে নষ্ট হচ্ছে মহাসড়কের সৌন্দর্য, অন্যদিকে পরিবেশ দূষণ হচ্ছে। এই দূষণ বন্ধে তারা কাজ করছেন।

তিনি বলেন, ঢাকার সাইনবোর্ড মহাসড়ক থেকে নারায়ণগঞ্জ চাষাঢ়া পর্যন্ত সড়কের দুই পাশে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে আমাদের প্রচারণা চলছে। এ ছাড়া কাচপুর মহাসড়ক থেকে ময়লা-আবর্জনার স্তূপ সরিয়ে নিতে প্রচেষ্টা চালানো হচ্ছে। মেঘনা ব্রিজের টোল প্লাজা এলাকায় ময়লা-আবর্জনা ফেলা বন্ধের আহ্বান জানাই। ভাটেরচর, ভবেরচর মহাসড়ক থেকে ময়লা-আবর্জনা সরিয়ে ফেলতে উদ্বুদ্ধকরণ চলছে। কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা, তালতলী ও গৌরীপুর মহাসড়ক থেকে ময়লা-আবর্জনার স্তূপ সরিয়ে ফেলার চেষ্টা চলছে। রায়পুর বাসস্ট্যান্ড ও ইলিয়টগঞ্জ, মাধাইয়া বাজার অংশে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা হবে। চান্দিনা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পাট গবেষণা ইনস্টিউটের সামনের মহাসড়কে ও পশ্চিম পাশে বেলাশ্বর পালকি সিনেমা হল এলাকায় ময়লা ফেলা বন্ধ করতে উদ্বুদ্ধকরণ চলছে। নিমসার সবজি বাজারের পশ্চিম পাশে ও পূর্ব পাশে এবং সড়কদ্বীপে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে নানাভাবে প্রচেষ্টা চালানো হয়েছে। এভাবে মহাসড়কের বিভিন্ন অংশে ময়লা-আবর্জনার স্তূপ সরাতে উদ্বুদ্ধকরণ অভিযান চলমান রয়েছে। এ ছাড়াও দেশের সিটি করপোরেশন ও পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়েও পরিবেশ বিপর্যয় রোধে করণীয় বিষয়ে সচেতনতা কার্যক্রম চলমান রয়েছে। দীর্ঘ সময়ে কাজ করতে গিয়ে আমাদের প্রচেষ্টায় কিছু সফলতাও রয়েছে। তার মধ্যে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ময়লার ভাগাড় সরিয়ে ফুলবাগান করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ীর দনিয়া, শনির আখড়া, রায়েরবাগ, মাতুয়াইল থেকে সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড পর্যন্ত দুই পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে নার্সারি ও ফুল বাগান করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মাজেদ চৌধুরী বলেন, মানুষ ও দেশের কল্যাণে তরুণদের পরিচ্ছন্নতার আন্দোলন ব্যতিক্রম। আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে পরিবেশ দূষণ কমাতে হবে।

সর্বশেষ খবর