মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা-অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা-অভিনন্দন

তারুণ্যকে রক্তদানের প্রতি আগ্রহী করে তোলা এবং রক্ত দিয়ে বিশ্বকে সুস্থ রাখার উপায় তুলে ধরার মধ্য দিয়ে গতকাল ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত হয়েছে।

রক্তদাতা দিবস উপলক্ষে অজানা-অচেনা মানুষের জীবন বাঁচাতে রক্ত দানকারীদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম। গতকাল এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, তারা ৩ লক্ষাধিক রক্তদাতার একটি সুসংগঠিত ‘ব্লাড ডোনার পুল’ এর মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১৩ লাখ রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করে মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছেন। করোনার দুর্যোগের সময়েও কোয়ান্টাম ল্যাবকর্মীরা ঝুঁকি নিয়ে সব কার্যক্রম চালু রেখে ২৪ ঘণ্টা মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। সুস্থ সচেতন সব মানুষকেই স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসা প্রয়োজন। কারণ, বর্তমানে স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে যে পরিমাণ রক্ত সংগ্রহ হচ্ছে মুমূর্ষু মানুষের রক্তের চাহিদা আরও বেশি। গত দেড় বছরে করোনার ভয়কে জয় করে রক্তদাতারা এগিয়ে এসেছেন মুমূর্ষুর পাশে দাঁড়াতে। রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আরও অনেক থ্যালাসেমিয়া রোগী, সন্তানসম্ভবা নারী কিংবা অপারেশনের রোগীকে প্রয়োজনের মুহূর্তে রক্ত সরবরাহ করা সম্ভব। তাই দুঃসময়ে স্বেচ্ছায় রক্তদান করে হাজারো মানুষের প্রাণ বাঁচাতে রক্তদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের কো-অর্ডিনেটর ও ইনচার্জ ডা. মনিরুজ্জামান। তিনি বলেন, নিয়মিত রক্তদাতাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৩ ভাগ কম এবং তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁিক ৮৮ ভাগ কম।

সর্বশেষ খবর