মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

বৃষ্টিতে হাঁটুপানি নগরজুড়ে

কাজী শাহেদ, রাজশাহী

বৃষ্টিতে হাঁটুপানি নগরজুড়ে

ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরীজুড়ে। বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়ে নগরীর নিচু এলাকাগুলো। দেখা দেয় চরম দুর্ভোগ। বছরজুড়েই এমন জলাবদ্ধতার শিকার নগরবাসী।

স্থানীয়রা জানান, রাজশাহী মহানগরীজুড়ে ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়নকাজ চলছে। তারপরও বৃষ্টির পানি নামতে সময় লাগছে। বৃষ্টিতে নগরীর সাহেববাজার, মিয়াপাড়া, রানীবাজার, গণকপাড়া, শালবাগান, উপশহর, স্টেডিয়াম এলাকা, কোর্ট এলাকা, লক্ষ্মীপুর, মহিষবাথান, ভাটাপাড়া, চন্ডিপুর, হেলেনাবাদ কলোনি, বুলনপুর, হড়গ্রাম, ছোট বনগ্রাম, সপুরাসহ নিচু এলাকাগুলোতে দেখা দেয় জলাবদ্ধতা। পানি উঠে বাসাবাড়িতে।

নগরীর সাহেববাজার এলাকার শাহ আলম জানান, ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। খোদ মেয়রের বাড়িতে যাওয়ার সড়কটি পানিতে ডুবে ছিল কয়েক ঘণ্টা। নগরীর অভিজাত এলাকা উপশহরের বাসিন্দা জামিলুর রহমান জানান, ভারী বৃষ্টি হলেই এমন জলমগ্ন হয়ে পড়ে উপশহর। দীর্ঘদিন ধরেই এমন সমস্যায় চলাচল করতে হচ্ছে নগরবাসীকে।

নগরীর ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা জলাবদ্ধ অবস্থায় থাকে। এসব এলাকায় ড্রেনেজ ব্যবস্থারও তেমন উন্নয়ন হয়নি। ফলে পানি মাড়িয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয় রোগী ও স্বজনদের। এ যেন ভারী বৃষ্টির অভিশাপ।

সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ভারী বৃষ্টিপাত হলে নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে আধা ঘণ্টার বেশি পানি জমে থাকে না। এখন বিভিন্ন এলাকায় ড্রেনের কাজ চলছে। এ কারণে পানি নামতে কিছুটা বেশি সময় নিচ্ছে। তবে জলাবদ্ধতা দূর করতে সিটি করপোরেশনের কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন।

সর্বশেষ খবর