মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

ওয়ার্ডে ওয়ার্ডে রেজিস্ট্রেশন ও টিকা

কাজী শাহেদ, রাজশাহী

ওয়ার্ডে ওয়ার্ডে রেজিস্ট্রেশন ও টিকা

রাজশাহী সিটি করপোরেশন তার নাগরিকদের টিকার আওতায় নিয়ে আসতে ওয়ার্ড পর্যায়ে নিবন্ধন কাজ শুরু করেছে। গত সোমবার থেকে ওয়ার্ড পর্যায়ে এ কার্যক্রম শুরু হয়েছে। একযোগে নগরীর ৩০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়/নির্ধারিত স্থানে ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। সিটি করপোরেশন এলাকার জন্য ৩৬ হাজার ডোজ মডার্নার টিকা পাওয়া গেছে। আপাতত এগুলো দিয়েই কার্যক্রম শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।

সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, তৃণমূল জনগণের সেবার মূল কেন্দ্র ওয়ার্ড কার্যালয়। ওয়ার্ড কার্যালয়ের বর্তমান সেবার সঙ্গে করোনার টিকা রেজিস্ট্রেশন ও টিকাদান কার্যক্রম যুক্ত করা হচ্ছে। এর জন্য ৩০টি ওয়ার্ডে প্রশিক্ষণ দিয়ে জনবল প্রস্তুত করা হয়েছে। ওয়ার্ড কার্যালয় অথবা সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্ধারিত স্থানে সরকারি নির্দেশনা অনুযায়ী নাগরিক ও সম্মুখসারির বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে এলে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন শেষে ওয়ার্ড পর্যায়ে সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকা দেওয়া হবে। নগরীর সব নাগরিককে ভ্যাকসিনেশনের আওতাভুক্ত করতেই এমন উদ্যোগ।

সিটি মেয়র বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) পরপর নয়বার দেশসেরা হয়েছে রাজশাহী সিটি করপোরেশন। সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রমও সারা দেশে প্রশংসিত। করোনা মহামারীতে মানুষকে বাঁচাতে করোনার টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছে। রাজশাহী সিটি করপোরেশনের জন্য করোনার টিকার আলাদা বরাদ্দ আনা হচ্ছে।

রাজশাহীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, ইপিআই কার্যক্রমে রাজশাহী সিটি করপোরেশন সারা দেশে মডেল হিসেবে স্বীকৃত। সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে করোনার টিকার রেজিস্ট্রেশন ও টিকাদানের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা অনেক কার্যকর হবে। সবার সহযোগিতায় করোনার টিকাদানে সারা দেশের মধ্যে মডেল হবে রাজশাহী সিটি করপোরেশন।

সর্বশেষ খবর