মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

টঙ্গী থেকে ২০ মিনিটে গাজীপুর

আফজাল, টঙ্গী

টঙ্গী থেকে ২০ মিনিটে গাজীপুর

টঙ্গী-গাজীপুর সড়কের ভয়াবহ যানজটের অবসান হতে চলেছে। যানজট রোধে বিকল্প সড়ক ব্যবহারে টঙ্গী থেকে ২০ মিনিটে যাওয়া যাবে গাজীপুর। টঙ্গীর বনমালা থেকে সুকন্দিবাগ ব্রিজ পর্যন্ত ৫০ ফুটের দৃষ্টিনন্দন এই বিকল্প সড়ক টঙ্গী-গাজীপুর সড়কের নিত্য যানজট লাঘব করবে। টঙ্গীতে এই প্রথম এত বড় প্রশস্ত রাস্তা নির্মাণে সিটি মেয়রকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। নগরীর প্রতিটি রাস্তা এমন প্রশস্ত হলে পাল্টে যাবে গাজীপুরের চেহারা। পাল্টে যাবে জীবনযাত্রার মান।

সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুরের টঙ্গী ৪৮ নম্বর ওয়ার্ড দত্তপাড়া রেলগেট থেকে শুরু করে সুকন্দিবাগ হায়দরাবাদ ব্রিজ পর্যন্ত গাজীপুর সিটি কর্তৃক ৫০ ফুট প্রশস্ত রাস্তার নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়েছে। দীর্ঘদিনের অবহেলিত এই সড়ক নির্মাণের ফলে চলাচলে স্বস্তি ফিরে এসেছে জনমনে। গাজীপুর যাওয়ার বিকল্প এই রাস্তা ব্যবহার করে টঙ্গী থেকে ২০ মিনিটে গাজীপুর পৌঁছানো যাচ্ছে। বিকল্প এই রাস্তা দিয়ে চলতে গিয়ে কোনো যানজট কিংবা দুর্ভোগে পড়তে হচ্ছে না। অপরদিকে নগরীর পূবাইল, বড়বাড়ি, বোর্ডবাজার, জয়দেবপুর, কাশিমপুর, কোনাবাড়ি, সালনা ও কাউলতিয়াসহ বিভিন্ন এলাকায় ৪০-৬০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের ফলে সড়কের চেহারা পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে যান চলাচলের গতি। রাস্তা প্রশস্ত করতে গিয়ে নানা আলোচনা ও সমালোচনায় পড়েন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। অনেকে মেয়রের বিরুদ্ধে মামলাও করেন। তবে সিটি মেয়র সব বাধা পেরিয়ে এগিয়ে চলছেন নগর উন্নয়নে। এ বিষয়ে টঙ্গী দত্তপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা মহর আলী মৃধা বলেন, টঙ্গীবাসীর দীর্ঘদিনের সমস্যা ছিল বনমালার এই রাস্তা। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বনমালা রেলগেট থেকে সুকন্দিবাগ ব্রিজ পর্যন্ত এই রাস্তা ৫০ ফুট প্রশস্ত করে চমক দেখিয়েছেন সবাইকে। বাড়িঘর ভেঙে কিছু মানুষের ক্ষতি হলেও লাখো মানুষের উপকার হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কের যানজট থেকে রেহাই পেতে গাজীপুরগামী বাহন টঙ্গীর বনমালা হয়ে গাজীপুর যাবে দ্রুত সময়ে। বনমালার এই সড়ক ব্যবহারের ফলে মহাসড়কে গাড়ির চাপ অনেকটাই কমবে। নগরবাসীর চলাচলের মান বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি রাস্তাই ৪০, ৫০, ৬০ ও ৮০ ফুট করা হচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমি সবার সহযোগিতা চাই।

সর্বশেষ খবর