মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সরকারি হাসপাতালে রোগী ছিনতাই

আফজাল, টঙ্গী

সরকারি হাসপাতালে রোগী ছিনতাই

টঙ্গী স্টেশনরোড এলাকায় ২৫০ শয্যার আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং জয়দেবপুরে ৫০০ শয্যার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। স্বল্প আয়ের লাখ লাখ মানুষের চিকিৎসাসেবার অবলম্বন এই হাসপাতালে রোগী এলেই বেসরকারি হাসপাতালের দালালরা উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে কৌশলে ছিনতাই করে নিচ্ছে যাচ্ছে উত্তরা ও টঙ্গীর বিভিন্ন  হাসপাতালে। একজন রোগী ভাগিয়ে নিতে পারলেই তিন-চার হাজার টাকা কমিশন পাচ্ছেন দালালরা। সরকারি হাসপাতালের স্টাফদের সঙ্গে এই দালালদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ রয়েছে। সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় দালাল চক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল  হাসপাতাল ও জয়দেবপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সাধারণ রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত। সরকারি হাসপাতালে রোগীদের ওতপেতে থাকা দালালরা উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে কৌশলে ছিনতাই করে নিচ্ছে যাচ্ছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে। গত ২১ জুলাই ঈদের দিন পলাশ নামে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসক উর্মিলা মজুমদার তাকে ঢামেক হাসপাতাল রেফারড করেন। পরে হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার সিরাজ গাড়ি নষ্ট রয়েছে এমন কথা বলে রোগী নিয়ে যেতে রাজি নন। এরপর সিরাজ ৩ হাজার টাকায় অন্য অ্যাম্বুলেন্স ঠিক করে দেন। রোগীর কাছে টাকা না থাকায় প্রায় দুই ঘণ্টা সময়ক্ষেপণ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের চাপে সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভার সিরাজ রোগী নিয়ে ঢামেক হাসপাতালে রওনা হলে পথেই রোগী মারা যান। এ ঘটনায় সিরাজের বিরুদ্ধে টঙ্গী হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সেবা নিতে আসা এক রোগী নিয়ে টানাহেঁচড়া করার অভিযোগে দ্ইু দালালকে ১০ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। টঙ্গী হাসপাতালে আসা এক রোগী আসমা বলেন, এখানে এলে তেমন কোনো চিকিৎসা হচ্ছে না। একটু জটিল রোগী এলেই রেফারড করা হয়। এ সময় দালাল চক্রের সদস্যরা রোগী ছিনতাই করে নিয়ে যান আশপাশের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে। এ ব্যাপারে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, টঙ্গী সরকারি হাসপাতাল ঘিরে বেশ কিছু বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের দালালরা রোগী এলেই অন্যত্র  নিয়ে যাচ্ছেন। এসব প্রতিরোধে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর