মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অসময়ের খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ

দুই সিটিতে বর্তমানে অনেকগুলো সেবা সংস্থার খোঁড়াখুঁড়ি চলছে

নিজস্ব প্রতিবেদক

অসময়ের খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ

রাজধানীতে অসময়ের খোঁড়াখুঁড়িতে বিভিন্ন এলাকায় ব্যাপক জনদুর্ভোগ হচ্ছে।  

নিষেধাজ্ঞা না মেনেই চলছে বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ। এমনকি সিটি করপোরেশনও রাস্তা খুঁড়ে রেখেছে অনেক এলাকায়। এতে যানজটে নাকাল রাজধানীবাসী। রাজধানীর তিন হাজার কিলোমিটার সড়কের মধ্যে বর্তমানে প্রায় ৬০০ কিলোমিটার রাস্তায় চলছে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজ।

বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সড়ক খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও নিয়ম- নীতির তোয়াক্কা না করেই নগরজুড়ে চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি। দুই সিটিতে বর্তমানে অনেকগুলো সেবা সংস্থার খোঁড়াখুঁড়ি চলছে। সামনে এ খনন আরও বাড়বে বলছে দুই সিটির সংশ্লিষ্টরা। খোঁড়াখুঁড়ির কারণে রাস্তা সরু হওয়ায় একদিকে বাড়ছে যানজট অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। সমন্বয়হীনভাবে সরকারি উন্নয়ন প্রকল্প করায় তিনগুণ অর্থের অপচয় বলছেন নগরবিদরা। এক সংস্থা রাস্তা খুঁড়ে কাজ করে যাওয়ার পর আবার আরেক সংস্থা নতুন করে কাজ করতে আসে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ান স্টপ সার্ভিস কর্মীরা জানান, বর্তমানে ১৯টি সংস্থার উন্নয়ন কাজ চলছে। আরও ২২টি সংস্থা কাজ করার জন্য রাস্তা খুঁড়তে চেয়ে আবেদন করেছে। অনুরূপভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ান স্টপ সার্ভিস কর্মীরা জানান, উত্তর সিটিতে বর্তমানে ৯টি সংস্থা রাস্তা কেটে উন্নয়ন কাজ করছে। সামনে ডেসা, ডেসকো, ওয়াসা, বিটিসিএলসহ ২৬টি সংস্থা রাস্তা খুঁড়ে উন্নয়ন কাজ করার আবেদন জমা দিয়েছে। পর্যায়ক্রমে তারাও রাস্তা কেটে উন্নয়ন কাজ করবে।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, একই রাস্তা তিনবার খোঁড়াখুঁড়ি হলে অর্থের অপচয় তিনগুণ বেড়ে যায়। সিটি করপোরেশন নিজেও এ খোঁড়াখুঁড়ির নীতিমালা মানতে পারছে না। এমনকি অন্য সংস্থাকে বাধ্য করার ক্ষমতাও তাদের নেই।

সর্বশেষ খবর