মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মৃতপ্রায় পুকুরে উঠবে লহরী

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

মৃতপ্রায় পুকুরে উঠবে লহরী

কুমিল্লাকে এক সময় বলা হতো ব্যাংক ও ট্যাংকের শহর। সেই ট্যাংকের নগরী আজ পুকুর-দীঘিশূন্য হয়ে পড়ছে। নগরী ও শহরতলিতে প্রতিনিয়ত ময়লা ফেলে ভরাট করা হচ্ছে পুকুর। পুকুর ভরাট হয়ে যাওয়ায় পরিবেশের বিপর্যয় ঘটছে। নগরীতে বর্তমানে অর্ধশতাধিক পুকুর ভরাটের প্রক্রিয়ায় রয়েছে। তার মধ্যে নগরীর কাপ্তানবাজার এলাকায় আদালতের উত্তর পাশের পুকুরটি সম্প্রতি জেলা প্রশাসন পরিষ্কার করেছে। এভাবে অন্য পুকুরগুলোও পরিষ্কার করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। এতে খুশি নগরবাসী। তাদের আশা, মজা পুকুরে আবার পানি থই থই করবে, বাতাসে উঠবে লহরী। পানিতে আনন্দে সাঁতার কাটবে হাঁসের দল। খোঁজ নিয়ে জানা যায়, ছোটরা জংলি বিবি মসজিদ পুকুর, পুরাতন চৌধুরীপাড়া টিঅ্যান্ডটি পুকুর, চকবাজার, মুরাদপুর, হজরতপাড়া, চর্থা, ধর্মপুর, রেসকোর্স, শাসনগাছা, কাপ্তানবাজার প্রভৃতি এলাকায় কৌশলে পুকুর ভরাট করা হচ্ছে। কিছু পুকুর কচুরিপানায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেগুলোর পাড় ঘেঁষে আবর্জনা ফেলে আবাসিক ভবন ও দোকান নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বলেন, পুকুর ভরাটের কারণে নগরীতে জলাবদ্ধতা বাড়ছে। অগ্নি নির্বাপণে পানি পাওয়া যাচ্ছে না। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালী বলেন, পরিবেশের বিপর্যয় রোধ করতে এবং কুমিল্লার ঐতিহ্য রক্ষায় পুকুর সংরক্ষণ করা জরুরি। আশা করছি, জেলা প্রশাসন এ বিষয়ে নজর দেবে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুরের বিকল্প নেই। আমরা কাপ্তানবাজারের আদালতের উত্তর পাশের পুকুরটি সম্প্রতি পরিচ্ছন্ন করেছি। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য পুকুরগুলোও পরিচ্ছন্ন করা হবে।

সর্বশেষ খবর