মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বুড়িগঙ্গা উদ্ধার অভিযান

বুড়িগঙ্গা উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক : আদি বুড়িগঙ্গা উদ্ধারে আবারও উচ্ছেদ অভিযানে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রবিবার সকালে কামরাঙ্গীর চরের কালুনগড় মৌজা এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। গতকালও অভিযান চলে। উচ্ছেদ অভিযানের নেতৃত্বে রয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এবং ঢাকা নদীবন্দর কর্মকর্তা গুলজার আলী। রবিবার আদি বুড়িগঙ্গা দখল করে থাকা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে  বেশ কিছু বহুতল ভবনও রয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে কার্যকর মনিটরিংয়ের অভাবে উচ্ছেদ করা স্থাপনা আবারও বেদখল হয়ে যায়। এর আগে ২০১৯ সালের ২৯ জানুয়ারি বুড়িগঙ্গা, তুরাগ, বালুনদী এবং শীতলক্ষ্যা উদ্ধারে উচ্ছেদ অভিযানে নামে ঢাকা নদীবন্দর কর্মকর্তারা। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ’র এই উচ্ছেদ অভিযানে এক বছরেরও বেশি সময়ে সাড়ে ৭ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রবিবার শুরু হওয়া উচ্ছেদ অভিযানে পাকা স্থাপনা দ্বিতীয়তলা বাড়ি দুটি, একতলা বাড়ি দুটি, সেমিপাকা একটি, টিনের ঘর সাতটি, পাকা দেয়াল ১৫টি, বাঁশের বেড়া দুটি, ভরাট অপসারণ দুটি এবং ২ একর জমি উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর