মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চসিকে শেখ রাসেল ডিজিটাল লাইব্রেরি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চসিকে শেখ রাসেল ডিজিটাল লাইব্রেরি

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) স্থাপিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে ‘শেখ রাসেল ডিজিটাল লাইব্রেরি’। একই সঙ্গে চসিক পরিচালিত প্রতিষ্ঠানগুলোতেও স্থাপিত হবে এ লাইব্রেরি। গত ৯ নভেম্বর দেশের সব সিটি করপোরেশনকে ডিজিটাল লাইব্রেরি স্থাপনে কক্ষ বরাদ্দের নির্দেশনা দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

চসিকের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, গত ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছি। শেখ রাসেল ডিজিটাল লাইব্রেরি স্থাপনে সিটি করপোরেশনে একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।     

শেখ রাসেলের জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় তাকেও হত্যা করা হয়। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামানুসারে কনিষ্ঠ পুত্রের নাম রাখেন ‘রাসেল’। শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের। পৈশাচিক হত্যাকান্ডের সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন রাসেল।  

 

সর্বশেষ খবর