মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্বপ্ন যখন পিষে যায় সড়কে

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

স্বপ্ন যখন পিষে যায় সড়কে

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন ডিটি রোড এলাকার মনসুরাবাদ-ঈদগা সড়ক। এই সড়কেরই একটি গর্তে মোটরসাইকেল থেকে পড়ে যান কমার্স কলেজ মাস্টার্সের শিক্ষার্থী নাহিদা আফরোজ অনিতা (২৩)। মুহূর্তেই কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হন সদ্য বিবাহিত এ নববধূ। নিমিষেই নাই হয়ে যায় একটি সম্ভাবনাময়ী জীবন। স্বপ্ন পিষে যায় গর্তের সড়কে। গত ২৬ নভেম্বর এ ঘটনা ঘটে। অনিতার বিয়ে হয় গত দুই মাস আগে। নগরীর কর্নেল হাট শাহেরপাড়া এলাকায় তাদের বাসা। ডিটি রোড দিয়ে প্রতিনিয়তই চলাচল করে পণ্যবাহী লরি, কাভার্ড ভ্যান, ট্রাক এবং যাত্রীবাহী দূর পাল্লার বাস। অথচ এ সড়কটির অনেক অংশই ছোট-বড় অসংখ্য গর্ত এবং উঁচু-নিচু। ছোট যানবাহনগুলো তো বটেই, বড় যানবাহনগুলোও হেলে দুলে চলাচল করে। ফলে ক্ষতবিক্ষত সড়ক দিয়েই দুর্ঘটনার আশঙ্কা হাতে নিয়েই চলাচল করছে যানবাহনগুলো। ঘটছে দুর্ঘটনা। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের সড়কগুলো সংস্কার করে থাকে। অভিযোগ আছে, চসিক নগরের সড়কগুলো রুটিন ওয়ার্ক হিসেবে বছরজুড়েই সংস্কার করে থাকে। কিন্তু নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করার কারণে বছর শেষ হওয়ার আগেই সড়কের দেহের চামড়া উঠে ক্ষত বিক্ষত হয়ে যায়, তৈরি হয় ছোট-বড় গর্ত। বছরের পর বছর এ নিয়মেই চলে আসছে। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নিয়মিতই ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করা হয়। কিছু সড়কে প্রকল্প চলাকালে মেরামত কাজ হয়তো সাময়িক বন্ধ থাকে। তবে সড়ক মেরামত নিয়ে চসিক সব সময় সজাগ থাকে। গত বছরের বর্ষা মৌসুমে নগরীর প্রধান প্রধান সড়কজুড়ে ব্যাপক খানাখন্দ তৈরি হয়। হয়েছে বড় বড় গর্ত। নগরীর এক্সেস রোড, পোর্ট কানেকটিং রোড, ডিটি রোড, বহদ্দারহাট, ঈদগাহ, চকবাজার, কোতোয়ালি থেকে চাক্তাই, মুরাদপুর থেকে বহদ্দারহাট, পাহাড়তলী, অলংকার, সাগরিকা, বন্দর, ফকিরহাট, কালামিয়া বাজারসহ অনেক সড়কের বেহাল দশা। এর মধ্যে কিছু সড়ক মেরামত করা হলেও অনেক এখনো বেহাল। অন্যদিকে, গত পাঁচ বছর ধরে নরক যন্ত্রণা চলছে নগরের লাইফ লাইন খ্যাত পোর্ট কানেক্টিং রোডে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর