মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শিল্প কারখানায় বিপজ্জনক সিলিন্ডার

আফজাল, টঙ্গী

শিল্প কারখানায় বিপজ্জনক সিলিন্ডার

গাজীপুরের বিভিন্ন ওয়াশিং ও ডাইংসহ বিভিন্ন কারখানায় বিপজ্জনকভাবে ব্যবহৃত হচ্ছে সিএনজি সিলিন্ডার। কারখানা ঘিরে ঝুঁকিপূর্ণ অবস্থায় এসব সিলিন্ডার রাখায় জনমনে আতঙ্ক। পরিবেশ অধিদফতরের নিয়মনীতির তোয়াক্কা না করে আবাসিক এলাকায় গড়ে উঠেছে ছোট বড় শত শত কারখানা। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গ্যাসচালিত কারখানা চালাতে গিয়ে ব্যবহার করছেন সিএনজি সিলিন্ডার। আর এসব সিলিন্ডার গ্যাস নিরাপদ স্থানে রাখার নিয়ম থাকলেও মানছেন না কেউ। যত্রতত্র ভ্যানে করে ব্যবহার করা হচ্ছে এসব সিলিন্ডার। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আবার অনেকেই গ্যাসভর্তি সিলিন্ডার কারখানার সামনে রেখে দিচ্ছেন দিনের পর দিন। ব্যবহার করছেন চোরাই গ্যাস। এসব বিষয়ে তিতাস গ্যাস ও বিস্ফোরক অধিদফতর কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিন ঘুরে জানা যায়, টঙ্গী ও গাজীপুরের ওয়াশিং ও ডাইংসহ বিভিন্ন কারখানায় অবৈধ উপায়ে ব্যবহার হচ্ছে সিএনজি সিলিন্ডার। এর মধ্যে টঙ্গী শিলমুন দক্ষিণ পাড়া, ঝুগিবাড়ী, মরকুন, গোপালপুর, পাগাড়, বিসিক, দত্তপাড়া, আউচপাড়া, দেওড়া, গাজীপুরা, মুদাফা, বড়বাড়ী, পুবাইল, মিরের বাজার, জয়দেবপুর, কাশিমপুর, কোনাবাড়িসহ বিভিন্ন এলাকায় কারখানার আশপাশ ঘিরে ঝুঁকিপূর্ণ অবস্থায় এসব সিলিন্ডার রাখা হয়েছে।  স্থানীয় বাসিন্দারা বলছেন, কারখানা মালিকরা একদিকে চোরাই লাইনে গ্যাস ব্যবহার করছেন, অপরদিকে বিপজ্জনকভাবে সিলিন্ডার কারখানার সামনে রেখে মানুষকে আতঙ্কে ফেলছেন। এ বিষয়ে উইং-ডি গ্রুপের শিলমুন ওয়াশিং কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, কারখানায় মেরামতের কাজ চলছে বলে সিলিন্ডার কারখানার সামনে রাখছি। পরে কারখানার সামনে থেকে এগুলো সরিয়ে ফেলব।

এ ব্যাপারে তিতাস গ্যাসের টঙ্গী জোনের ম্যানেজার মো. এরশাদ বলেন, সিলিন্ডারে গ্যাস ব্যবহারের বিষয়টি বিস্ফোরক অধিদফতর কর্তৃপক্ষ দেখবে। আমরা অবৈধভাবে কেউ গ্যাস ব্যবহার করলে সেটা দেখব। তবে কারখানার সামনে কিংবা মোড়ে যেখানে সেখানে রেখে ব্যবহার না করে নিরাপদে রাখা উচিত।

সর্বশেষ খবর