মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভবন ঘেঁষে তারের ঝুঁকি

আফজাল, টঙ্গী

ভবন ঘেঁষে তারের ঝুঁকি

গাজীপুরে শত শত ভবন ঘেঁষে ভয়ংকর বিদ্যুতের তার ঝুলছে। ভবনের ছাদের ওপর আবার ভবন ঘেঁষে ১১ হাজার ভোল্টেজ ও ৪০০ কেভির তার প্রাণ কেড়ে নিচ্ছে অনেকের। সিটি করপোরেশনের নিয়মনীতি তোয়াক্কা না করে প্ল্যান বহির্ভূত বাড়ি নির্মাণ করার ফলে বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের ঘটনা দিন দিন বাড়ছে। কার্যকর তদারকি না থাকায় ঝুঁকি বেড়েই চলেছে। গাজীপুরের বিভিন্ন এলাকায় ভবন ঘেঁষে থাকা ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার সরিয়ে না নেওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এদিকে ডেসকো বলছে, নিয়ম বহির্ভূত বাড়ি করার ফলে এসব দুর্ঘটনা ঘটছে। টঙ্গী আরিচপুর, বৌবাজার, শিলমুন, মরকুন, দত্তপাড়া, আউচপাড়া, এরশাদ নগর, গাজীপুরা সাতাইশ, বড়বাড়ি, মিরের বাজার, পূবাইল, জয়দেবপুর, কাশিমপুর, কোনাবাড়ি, সালনাসহ বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ কিংবা বাড়ির জানালা, দেওয়াল ঘেঁষে এসব তার ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ১০ জানুয়ারি টঙ্গী এরশাদনগর ৩ নম্বর ব্লকের মোমিন মিয়ার তিনতলা বাড়ির ছাদে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী রাহিমা বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। ডেসকো টঙ্গী পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী রায়হান আরেফিন বলেন, সিটি করপোরেশন এলাকায় প্ল্যান অনুযায়ী বাড়ি না করার ফলে এসব দুর্ঘটনা ঘটছে। বাড়ির মালিকরা বিদ্যুতের খুঁটি ঘেঁষে ভবন নির্মাণ করছে। সিটির রাস্তার পাশে আমাদের বিদ্যুৎ খুঁটি রয়েছে। এসব খুঁটি থেকে জায়গা না ছেড়ে অবৈধভাবে বাড়ি করায় ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, আমরা কারও জমির ওপর আমাদের তার বা খুঁটি বসাই না। মানুষকে সচেতন হতে হবে। প্ল্যান অনুযায়ী বাড়ি নির্মাণ করলেই এসব দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর