মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রজাপতির ডানায় আলোকিত সড়ক

কাজী শাহেদ, রাজশাহী

প্রজাপতির ডানায় আলোকিত সড়ক

রাজশাহী মহানগরীতে আলোকায়নের আওতায় আসছে নগরীর সড়ক। প্রজাপতির ডানায় আলোর ঝলকানিতে আলোকিত হচ্ছে সড়ক। গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম রাজশাহী মহানগরীর বহরমপুর রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত চার লেন সড়কে বসানো হয় দৃষ্টিনন্দন প্রজাপতির আদলে বানানো হলুদ রঙের এই আধুনিক সড়কবাতি। বিদেশ থেকে আমদানি করা এমন সড়কবাতি দেশের কোনো শহরে প্রথম। শুধু ওই সড়কটি নয়, সৌন্দর্যময়, বর্ণিল ও আলোকোজ্জ্বল করতে নগরীর আলিফ-লাম-মীম ভাটার মোড় থেকে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর রেলক্রসিং হয়ে চৌদ্দপাই পর্যন্ত নির্মিত নতুন চার লেন সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করা হয়েছে। চার লেন সড়কের ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার সড়ক বিভাজন জুড়ে বসানো হয়েছে নান্দনিক ২৮৫টি খুঁটি। এর মধ্যে ২৪০টি খুঁটিতে দুটি করে মোট ৪৮০ সড়কবাতি এবং ৪০টি খুঁটিতে একটি করে ৪০টি সড়কবাতি বসানো হয়েছে। এ ছাড়া নগর ভবন থেকে সরকারি মহিলা কলেজের সামনে দিয়ে মালোপাড়া হয়ে সোনাদীঘি মোড় থেকে রানীবাজার বাটার মোড় পর্যন্ত ৯৬টি দৃষ্টিনন্দন খুঁটিতে ৯৬টি সড়কবাতি বসানো হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, ‘উন্নত দেশগুলোর মতো সড়কগুলোকে দৃষ্টিনন্দন করতে এমন উদ্যোগ। পর্যায়ক্রমে নগরীর সব সড়কে এমন বাড়ি বসানো হবে।’ রাজশাহী সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট জানান, ‘অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী সড়কবাতিগুলো ‘অটোলজিক কন্ট্রোলারের’ মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানো এবং বন্ধ করা যাবে।’

সর্বশেষ খবর