মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

আবার দখল হচ্ছে ফুটপাথ

কাজী শাহেদ, রাজশাহী

আবার দখল হচ্ছে ফুটপাথ

রাজশাহী শহরে এক পাশে ফুটপাথ দখলমুক্ত করতে চলে অভিযান, অন্য পাশে আবার চলে দখল। ফুটপাথ থেকে সব ধরনের ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়। সিটি করপোরেশন থেকে ঘোষণা দেওয়া হয়, ফুটপাথে নয়, রাস্তার পাশে ভ্যান নিয়ে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন। কিন্তু মাস না ঘুরতেই ফুটপাথ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর থেকেই ফুটপাথগুলো ফের দখল হওয়া শুরু হয়েছে। রাজশাহী বাস টার্মিনাল থেকে কামারুজ্জামান চত্বর পর্যন্ত সড়কে এক সপ্তাহ আগেই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু এখন আবার সেই ফুটপাথ দখল করতে চলছে আয়োজন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার দুই পাশে আগের মতো ফুটপাথ দখল করে ব্যবসায়ীরা বসে পড়েছেন। সারা রাত সেখানে ব্যবসা চলে। শহরের অন্যান্য এলাকার ফুটপাথও আবার দখল হতে শুরু করেছে।

নগরীর সাগরপাড়া বটতলার মোড়ে গিয়ে দেখা গেছে, ফুটপাথের ওপরে একজন হোটেল ব্যবসায়ী দোকান মেলেছেন। তিনি শুধু ফুটপাথ দখল করেছেন তাই নয়, চুলা জ্বেলে রীতিমতো হোটেলের সব রান্নাবান্না সেরে নিচ্ছেন। সকাল হলেই পুরো সড়কে বসছে বাজার। সাহেববাজার জিরো পয়েন্ট থেকে সোনাদীঘির মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাথ দখল করে আবারও দোকানদাররা বসিয়েছেন পণ্যের পসরা। নগরীর আলুপট্টি থেকে তালাইমারী মোড় পর্যন্ত সড়কের দুই পাশে আবারও নতুন করে গড়ে উঠেছে স্থাপনা। আগে যেখানে স্থাপনাগুলো ছিল, সেখানেই আবার তারা স্থাপনা গড়েছেন। পথচারীদের নিরাপত্তার জন্য এসব ফুটপাথ নির্মাণ করা হলেও তা কোনো কাজে আসেনি। দখল হয়ে যাওয়ার কারণে ঝুঁকি নিয়ে পথচারীদের রাস্তা দিয়ে চলাচল করতে হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, নগরীর অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। যারা আবারও দখল করেছেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান আবারও চালানো হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর