মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

থানা চত্বরে ফুলের বাগান

আফজাল, টঙ্গী

থানা চত্বরে ফুলের বাগান

ফুলকে ভালোবাসে ছোট বড় সব বয়সী মানুষ। কেউ ফুলের সুবাস নেন, কেউ ফুলের সৌন্দর্যে অভিভূত হন। ফুলের মূল্যটা অনেকের কাছে তার দামের চেয়েও বেশি। এই ফুলপ্রেমী ও ফুলের বাগানপ্রেমী পুলিশ কর্মকর্তা টঙ্গী পূর্ব থানা চত্বরে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগিয়ে পরিবেশটাই পাল্টে দিয়েছেন। সেই সঙ্গে থানার মসজিদের ভিতরের চেহারাও পাল্টে যাচ্ছে। থানার মূল ফটক দিয়ে ঢুকলেই ফুল বাগানের ফুল আর পরিচ্ছন্ন পরিবেশ সবার নজর কেড়ে নিয়েছে। থানা পুলিশের সহযোগিতা নিতে আসা ব্যক্তি ছাড়াও এই বাগান দেখতে অনেক দর্শনার্থীও আসেন কিছু সময়ের জন্য। এসে সেলফি তুলে রাখেন স্মৃতি হিসেবে। বাগানের পাশ দিয়ে হেঁটে হেঁটে অফিসে যেতে ফুলের গন্ধে মুগ্ধ হন।

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় অবস্থিত টঙ্গী পূর্ব থানা কার্যালয়। থানা চত্বরে জবা, বেলী, চেরি, গাঁদা, ডালিয়া, হাসনাহেনা, রঞ্জন ফুল ও আট প্রকারের গোলাপসহ বিভিন্ন প্রজাতির ফুল দিয়ে দৃষ্টিনন্দন বাগান বানিয়েছেন পূর্ব থানা কর্তৃপক্ষ। হঠাৎ অনেকে দেখলেই চমকে যাবেন, ভিতর বাহিরে এত সুন্দর পরিবেশ। স্থানীয় টঙ্গী বাজারের ব্যবসায়ী মো. নাসির বলেন, গাজীপুর মেট্রোপলিটন হওয়ার পর টঙ্গী পূর্ব থানার চেহারাই পাল্টে গেছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে। থানায় ঢুকে না দেখলে বিশ্বাস হবে না।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যেমন ইমানের অঙ্গ, তেমনি অপরিচ্ছন্ন পরিবেশকে সুন্দর রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের ডিআইজি স্যার ও ডিসি স্যারের নির্দেশে বিভিন্ন প্রজাতির ফুল দিয়ে বাগানটি সাজিয়েছি। দিন দিন সব কিছুতেই পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের স্লোগানে এমন উদ্যোগ। আমি এক দিন থাকব না, তখন হয়তো সবাই মনে করবে। একই কথা বললেন টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম।

টঙ্গী জোনের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, গাজীপুর মেট্রোপলিটন হওয়ার পর পুলিশি সেবা বাড়ছে। তেমনি অপরাধ দমন হয়েছে। মেট্রোপলিটন হওয়ায় থানা বাড়ছে, থানার পরিবেশও অনেক পরিবর্তন করা হয়েছে।

আমরা একই থানায় কতদিন থাকব। তাই থানার পরিবেশ সুন্দর রাখতে যেখানে যা যা দরকার তাই করব। মানুষ এসে যেন বলতে পারে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থানা কার্যালয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর