মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাত নামলেই ক্রেতার ঢল

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

রাত নামলেই ক্রেতার ঢল

চলছে গ্রীষ্মকাল। দিনে সূর্যের চোখ রাঙানি। উত্তপ্ত রোদ। তপ্ত গরমে হাঁসফাঁস অবস্থা। চরম তাপে নরম হয়ে যাচ্ছে মানুষ। ফলে দিনের বেলায় ক্রেতারা ঈদ মার্কেটে কমই আসছেন। বরং সন্ধ্যা বা রাত নামলেই মানুষের ঢল নামছে মার্কেটে মার্কেটে। দিনের গরম থেকে বাঁচতে ক্রেতারা এখন রাতেই মার্কেটে আসছে। রাত হলেই ঢল নামে ক্রেতার।        

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে গত দুই বছরের ঈদ বাজার ছিল প্রায় সীমিত, কঠোর বিধিনিষেধ। ২০২০ সালের ঈদ অনুষ্ঠিত হয়েছিল পুরোটাই লকডাউনের ভিতর। ২০২১ সালের ঈদ পালিত হয় সীমিত লকডাউনের মধ্যে। তাই এবারের ঈদটা মানুষের কাছে অনেকটা প্রত্যাশিত, আকাক্সিক্ষত। ফলে মানুষও দেদার ঈদ বাজার করছে। তবে দিনের চেয়ে রাতের বেলায় ক্রেতার সংখ্যা বেশি দেখা যাচ্ছে।  

রিয়াজুদ্দিন বাজারের কাদেরিয়া বেনারসির মালিক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এখন গ্রীষ্মকাল। তাই দিনের বেলায় ক্রেতার ভিড় কম। কিন্তু সন্ধ্যা বা রাত বাড়লে মার্কেটে ক্রেতার ভিড় শুরু হয়। এরপর সারা রাত ধরে মানুষ নিজের পছন্দমতো পণ্য কিনছে।

টেরি বাজারের ক্রেতা ইরশাদুল আলম বলেন, দিনের বেলায় অনেক বেশি গরম। তাই রাতেই পণ্য ক্রয়ের জন্য মার্কেটে আসলাম। এখন স্বাচ্ছন্দ্যে মার্কেটে ঈদবাজার করা যাচ্ছে। রিয়াজ উদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ মাহবুবুল আলম বলেন, দুই বছর পর মানুষ ঈদ বাজার করতে পারছে। তাই এখন ক্রেতারা বাজার শুরু করেছে।        

খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইন, টেরি বাজার, জহুর হকার মার্কেট, নিউমার্কেট, সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, চকবাজারের মতি টাওয়ার, মতি কমপ্লেক্স, কেয়ারি ইলিশিয়াম, চিটাগাং শপিং কমপ্লেক্স, ভিআইপি টাওয়ার, এ্যাপোলো শপিং সেন্টার, ফিনলে সেন্টার, আমিন সেন্টারসহ সব মার্কেটে রাতেই ভিড় দেখা যাচ্ছে। রাতেই মার্কেটে মার্কেটে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। জানা যায়, ঈদ বাজারে নতুনত্ব দিয়েছে টেরিবাজার। এখানে বড় বড় শপিং মলগুলোতে এক দোকানেই পাওয়া যাচ্ছে সব পণ্য। এখানকার মেগামার্ট, মনে রেখ, মাসুম ক্লথ স্টোর, স্টার ট্রেডিং, পরশমণি, রাজকুমারী, রাজ পরী, মল-২৪, ভাসাভি, বৈঠক বাজার, মৌচাক, বড় বাজার, নিউ রাঙ্গুলি, রাজস্থান, জারা, সানা ফ্যাশন মল, জাবেদ, মাহমুদিয়া, আলো শাড়িজ। অন্যদিকে, ঈদ বাজারের সব পণ্যের পাইকারি ও খুচরা পসরা নিয়ে সাজিয়ে রেখেছে রিয়াজ উদ্দিন বাজার। কী নেই এ বাজারে? কাপড় থেকে শুরু করে ভোগ্যপণ্য, সুঁইসুতা থেকে শুরু করে প্রসাধনী-জুয়েলারি, তৈজসপত্র থেকে ইলেকট্রনিক্স সামগ্রী, সব ধরনের পণ্যের জন্য চট্টগ্রামবাসীর নির্ভরযোগ্য কেন্দ্র ১২০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী রিয়াজুদ্দিন বাজার। এখানে দাম কম, পণ্যের মানও ভালো। ধনী-গরিব সব শ্রেণির ক্রেতার সমাগম ঘটে এ বাজারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর