মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

উন্নয়নে অগ্রাধিকার পাচ্ছে নতুন ওয়ার্ড

সৈয়দ নোমান, ময়মনসিংহ

উন্নয়নে অগ্রাধিকার পাচ্ছে নতুন ওয়ার্ড

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহ পৌরসভাকে ২০১৮ সালের অক্টোবরে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) হিসেবে ঘোষণা করা হয়। বিলুপ্ত পৌরসভার ২১টি ওয়ার্ডের আয়তন ছিল ২১.৭৩ বর্গকিলোমিটার। আর সিটি করপোরেশনে উন্নীত হলে নতুন যুক্ত হয় আরও ১২টি ওয়ার্ড। ফলে ২১ বর্গকিলোমিটারের পুরনো শহরে নতুন করে যুক্ত হয়েছে ৬৯ বর্গকিলোমিটারের গ্রাম। যেখানে সড়ক, সড়কবাতি,  ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য নাগরিক অবকাঠামো নেই বললেই চলে। বিশেষ করে চর ঈশ্বরদিয়া, চর নীলক্ষিয়া, সিরতাসহ আরও কয়েকটি ওয়ার্ড চরাঞ্চল হওয়ায় এখানকার অবকাঠামো আরও নাজুক। কিন্তু সিটিতে রূপ নেওয়ার পর এসব এলাকার মানুষের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, নতুন ওয়ার্ডগুলোর উন্নয়নে ইতোমধ্যে ১৮১ কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ৭৬ কিলোমিটার আরসিসি বা বিসি সড়ক এবং ২৬ কিলোমিটার ড্রেন রয়েছে। এ ছাড়াও সম্প্রতি সময়ে আরও ১৬৯ কোটি টাকার কার্যাদেশ হয়েছে যার একটি বড় অংশই রয়েছে সম্প্রসারিত ওয়ার্ডসমূহের উন্নয়নে।

নতুন অন্তর্ভুক্ত ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান জামাল বলেন, এই ওয়ার্ডে ১৫ কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেনের কাজ চলমান আছে। সড়কগুলোকে পারস্পরিকভাবে সংযুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। কাজগুলো শেষ হলে আর কোনো সড়ক ও ড্রেনের চাহিদা থাকবে না অন্যতম বৃহৎ এই ওয়ার্ডে। জানতে চাইলে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, একনেকে পাস হওয়া ১৫৭৬ কোটি টাকার প্রকল্পে সড়ক, ড্রেনেজ ও নাগরিক সুবিধার উন্নয়নে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী যে লক্ষ্য ও উদ্দেশ্যে ময়মনসিংহবাসীকে সিটি করপোরেশন উপহার দিয়েছেন তার যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপই গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ খবর