মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

আইটি ট্রেনিং পাবে ১৬ হাজার তরুণ

রাহাত খান, বরিশাল

আইটি ট্রেনিং পাবে ১৬ হাজার তরুণ

তারুণ্যকে প্রশিক্ষণ দিয়ে তথ্য ও প্রযুক্তিতে দক্ষ করতে বরিশালে এ বছরই চালু হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেন্টারের নির্মাণকাজ ৮৫ ভাগ শেষ হয়েছে। সেন্টারটি চালু হলে প্রকল্প সময়ে ২ হাজার দক্ষ ও প্রশিক্ষিত আইটি উদ্যোক্তা সৃষ্টি হবে বলে আশা সংশ্লিষ্টদের। মানব সম্পদের উন্নয়ন এবং আইটি সেক্টরে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বরিশালে ২০১৭ সালে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজ শুরু হয়। গত ৩১ ডিসেম্বর এটি চালু হওয়ার কথা থাকলেও করোনার কারণে নির্মাণকাজ বিলম্ব হয়। চলতি বছরে এই সেন্টারের নির্মাণকাজ সম্পন্ন হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে এই যেমন ভূমিকা রাখবে তেমনি এর মাধ্যমেই একাডেমিক ও আইটি শিল্পের মধ্যে লিংকেজ করা যাবে বলে জানান প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. সুমন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের প্রথম পর্যায়েই ২ হাজার দক্ষ আইটি উদ্যোক্তা তৈরি করা যাবে। এই কেন্দ্রে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব সাইট ডিজাইন, টু-ডি এবং থ্রি-ডি এনিমেশন, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স কন্ডাক্টিংশন প্রযুক্তিনির্ভর উন্নততর প্রশিক্ষণ দেওয়া হবে।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, দক্ষিণের জনপদে এই কেন্দ্রটি একটি মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে। নগরীর নথুল্লাবাদ এলাকায় প্রায় আড়াই একর জমিতে নির্মিত হচ্ছে ছয় তলা অত্যাধুনিক ভবন। প্রতি ফ্লোরের আয়তন হবে ৬ হাজার বর্গফুট। প্রকল্প চলাকালে এখান থেকে ১৬ হাজার তরুণ তথ্য ও প্রযুক্তিতে দক্ষ হতে পারবে।

সর্বশেষ খবর