মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

সেবার সুযোগ বাড়ানোর দাবি নারী কাউন্সিলর প্রার্থীদের

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

সেবার সুযোগ বাড়ানোর দাবি নারী কাউন্সিলর প্রার্থীদের

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ডামাডোল বাজছে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দরজায়। সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের দাবি, তাদের সেবার পরিধি বৃদ্ধি করার। তারা জানান, কাউন্সিলররা আইনি জটিলতায় ঠিকমতো সেবা দিতে পারছেন না। তারা জন্ম-মৃত্যু নিবন্ধন সনদপত্র দিতে পারেন না। এতে তাদের মর্যাদাহানিসহ নানা প্রশ্নের মধ্যে পড়তে হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত নারী প্রতিনিধিরা সব সেবায় যুক্ত থাকতে চান। কুমিল্লা সিটির প্রথম পরিষদের পাঁচ বছর নারী কাউন্সিলররা সব ধরনের সনদপত্র দিতে পারলেও দ্বিতীয় মেয়াদে নির্বাচিতদের সেবা প্রদানের ক্ষেত্র সীমিত করে ফেলা হয়। সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বর্তমানে কাউন্সিলর প্রার্থী নূরজাহান আলম পুতুল বলেন, আমাদের জন্ম-মৃত্যু নিবন্ধন করার দায়িত্ব না দেওয়ায় জনগণের প্রশ্নের সম্মুখীন হচ্ছি।

এতে আমাদের মর্যাদাহানি হচ্ছে। সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর প্রার্থী কাউসারা বেগম সুমি বলেন, সংরক্ষিত আসনের একজন কাউন্সিলর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে আমাদেরও দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।

সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারজানা আক্তার চৌধুরী বলেন, জনগণের সরাসরি  ভোটে তিন গুণ বেশি ভোটার ও এলাকা থেকে নির্বাচিত হয়েও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলররা অবহেলিত। জন্ম-মৃত্যু নিবন্ধনের কাজ করতে না পারায় তাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।  সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর প্রার্থী কোহিনূর আক্তার কাকলী বলেন, অন্যান্য কাজের পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধন করার ক্ষমতা আমাদের দেওয়া উচিত। কাজ করতে না পেরে আমরা জনগণের প্রশ্নের মুখে পড়ছি।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, নারী জনপ্রতিনিধিরা সম্মানিত হোক তা আমিও চাই। যেগুলো আইনে নেই এমন অনেক কাজেও তাদের অগ্রাধিকার দিয়েছি। তবে আইনে না থাকায় তাদের নিবন্ধনের সঙ্গে সংযুক্ত করা যাচ্ছে না। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে তাদের কাজের সুযোগ দিতে পারব। উল্লেখ্য, পাঁচজন মেয়র প্রার্থী, ১০৬ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৬ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। ১৫ জুন ভোট গ্রহণ হবে।

সর্বশেষ খবর