মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

রোগীর ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি

আফজাল, টঙ্গী

রোগীর ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি

গাজীপুরের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে সেবা নিতে আসা রোগীর ব্যবস্থাপত্র নিয়ে ওষুধ কোম্পানি প্রতিনিধিরা টানাহেঁচড়া করেন। এতে হাসপাতালে আসা রোগীরা হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ রহস্যজনক কারণে নির্বিকার।

হাসপাতালের সামনে এবং ভিতরের বিভিন্ন চিকিৎসকের কক্ষের সামনে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের ভিড় লেগেই থাকে। নির্দিষ্ট সময়ের বাহিরে তারা ভিজিট করে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটান। রোগীরা যখন টিকিট  কেটে চিকিৎসাসেবার জন্য চিকিৎসকের কক্ষে যান তখন একাধিক প্রতিনিধি ওই কক্ষের সামনে দাঁড়িয়ে ভিড় করেন। চিকিৎসকের রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রোগীর পথরোধ করে ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। চিকিৎসকরা নিজ নিজ কোম্পানির ওষুধ লিখছেন কি না তা মোবাইলে ছবি তুলে নেন। আবার  কেউ কেউ রোগীকে অপেক্ষায় রেখে তাদের ভিজিট  সেরে নিচ্ছেন। এসব প্রতিনিধির দৌরাত্ম্য নিত্যদিনের দৃশ্য। হাসপাতালের পক্ষ থেকে সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার দুপুরের পর ডাক্তার ভিজিট করার কথা। কোনো রোগীকে বিরক্ত করা যাবে না এমন শর্তও রয়েছে। অথচ কিছুই মানছেন না তারা। প্রতিদিন চিকিৎসক হাসপাতালে ঢোকার আগেই ওষুধ কোম্পানি প্রতিনিধিরা এসে হাজির হন। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার চিকিৎসাসেবা প্রদান করেন। প্রায়ই দেখা যায়, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ওই জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকেন। ভিতরে প্রবেশ করলেও  দেখা যায় সেখানে চলছে ভিজিট। এভাবেই প্রতিদিন সরকারি এ হাসপাতালটিতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য চলছে।  টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, এসব প্রতিনিধির হাসপাতালে ঢোকাই নিষেধ রয়েছে এবং কোনো রোগীকে বিব্রত করা যাবে না। সপ্তাহে দুই দিন দুপুরের পরে ডাক্তার ভিজিট করতে পারবেন। ওষুধ কোম্পানির লোকজন কোনো কথাই শুনছেন না। একই চিত্র সারা দেশে। আমরা মাঝে মধ্যে বের করে দেই, কিছুদিন পর আবার শুরু করে।

সর্বশেষ খবর