শিরোনাম
মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বিদ্যুৎ গিলছে ৩০ হাজার অটো

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

বিদ্যুৎ গিলছে ৩০ হাজার অটো

কুমিল্লা নগরী ও ১৭ উপজেলার হাটবাজারে চলাচল করছে ব্যাটারিচালিত প্রায় ৩০ হাজার অটো। এই পরিবহনগুলো স্থানীয় চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ গিলছে বলে বিভিন্ন সূত্র জানায়। পরিবহনগুলোর নেই লাইসেন্স। এগুলোর বেশির ভাগ অবৈধভাবে বিদ্যুৎ সংগ্রহ করে।

কুমিল্লা নগরীতে ৫ হাজারের বেশি ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা রয়েছে। তার সঙ্গে নতুন করে নামছে ব্যাটারিচালিত টমটম। এ ছাড়া জেলার ১৭ উপজেলার প্রতিটিতে দেড় থেকে ২ হাজার ব্যাটারিচালিত অটো রয়েছে। এদিকে পায়ে চালিত রিকশাও ১০ ভাগে নেমে এসেছে। লাইসেন্স, প্রশিক্ষণ না থাকায় যাচ্ছেতাইভাবে চলছে পরিবহনগুলো। ঘটাচ্ছে দুর্ঘটনা। কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলায় এসব পরিবহনে প্রতিদিনই দুর্ঘটনায় মানুষ আহত হচ্ছে। এ ছাড়া নিয়মকানুন না জানায় এগুলোর চালকরা যানজট লাগিয়ে সড়ককে স্থবির করে দিচ্ছে। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, ব্যাটারিচালিত রিকশার সঙ্গে নতুন করে নামছে ব্যাটারিচালিত টমটম। এসব পরিবহনের অনুমোদন নেই। এগুলো কীভাবে চলে? এসব পরিবহনের ব্যাটারি চার্জ দিতে বিদ্যুৎ অফিসের কিছু লোকজনের যোগসাজশে অনিয়ম হয়। এসব বিষয়ে নজরদারি প্রয়োজন। কুমিল্লার ট্রাফিক ইন্সপেক্টর রাসেল ভূঁইয়া বলেন, নগরীতে কমপক্ষে ৫ হাজার ব্যাটারিচালিত পরিবহন রয়েছে। প্রতিদিনই এগুলোর সংখ্যা বাড়ছে। প্রশাসন সিদ্ধান্ত দিলে আমরা ব্যবস্থা নিতে পারব। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, নগরীতে চলাচল করা ব্যাটারিচালিত পরিবহনগুলোর কোনো অনুমোদন নেই। এগুলোর বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সর্বশেষ খবর