মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

টাকার বাজার

টাকার বাজার

রাজধানীর গুলিস্তান, মতিঝিলে বসে টাকার বাজার। গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে টেবিল পেতে কেনাবেচা হচ্ছে পুরনো ছেঁড়া টাকা। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের ফুটপাতে আছে প্রায় ২৫টি দোকান। ভিক্ষুক, ছিনতাইকারী, মসজিদ-মাজারের লোকজন আসেন ছেঁড়া টাকা নিয়ে। অনেকেই আসে টাকা বদল করতে। সাধারণত ১০ টাকা, ১০০ টাকার চাহিদা সব সময় বেশি থাকে। ৫০০ টাকার চাহিদা আছে কিন্তু কম। ৫০০ টাকায় ২৫ থেকে ৩০ টাকা করে বাড়তি রাখেন বিক্রেতারা। অনেকে আসেন ছেঁড়া টাকা পরিবর্তন করতে, অনেকে টাকা ভাঙতি করতে। ছোট ছোট দোকানিরা আসেন দোকানে বেচাকেনা সুবিধার জন্য ভাঙতি টাকা নিতে।

 

                ছবি : আবু তাহের খোকন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর