মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জব্দ গাড়ির বেহাল দশা

আফজাল, টঙ্গী

জব্দ গাড়ির বেহাল দশা

গাজীপুর মহানগরের টঙ্গী, পুবাইল, গাছা, বাসন ও জয়দেবপুরসহ বিভিন্ন থানায় পুলিশের হাতে জব্দকৃত লাখ লাখ টাকা মূল্যের শত শত গাড়ি এখন মাটি আর লতা পাতায় খাচ্ছে। অবহেলা-অযতেœ খোলা আকাশের নিচে থাকা এসব গাড়ি পরিণত হচ্ছে স্ক্র্যাপে। রোদ-বৃষ্টিতে মরচে ধরে এমনকি গাড়ির যন্ত্রাংশ চুরি হওয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মামলার দীর্ঘসূত্রতার কারণে প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন মডেলের বহু দামি গাড়ি বছরের পর বছর ধরে মামলার আলমত হিসেবে থানা চত্বরে পড়ে আছে। প্রতিটি থানা প্রাঙ্গণে এসব গাড়ির স্তূপ থাকায় পুলিশ কর্মকর্তারাও পড়েছেন বিপাকে। গাড়িগুলো নষ্ট হওয়ার পূর্বে সরকারি কাজে ব্যবহার কিংবা সরকার নিলামের ব্যবস্থা করলে রাষ্ট্রীয় কোষাগারে বিপুল অর্থ জমা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সরেজমিন ঘুরে জানা যায়, ছিনতাই, ডাকাতি, দুর্ঘটনাকবলিত, কাগজপত্রহীন কিংবা মাদকবাহীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে- ব্যবহৃত গাড়ি পুলিশ আটক করে। পরে এসব জব্দকৃত গাড়ি মামলার আলামত হিসেবে থানা চত্বরে পড়ে থাকে।

মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর সময় লাগার কারণে যন্ত্রাংশ চুরি কিংবা বিভিন্নভাবে গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে আছে। গাড়িগুলো থানায় পড়ে থাকার কারণ হলো মামলা নিষ্পত্তি না হওয়া, আবার অনেক গাড়ির মালিক খুঁজে না পাওয়া। দিন দিন জব্দকৃত গাড়ির সংখ্যা বেড়ে পুলিশের কাঁধে যেমনি বোঝা তেমনি পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করেন থানার পুলিশ কর্মকর্তারা।

টঙ্গী মডেল থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, জব্দকৃত গাড়িগুলো আদালতের মাধ্যমে পুলিশি কাজে ব্যবহার কিংবা নিলামে বিক্রি করে দিলে সরকারি কোষাগারে টাকা জমা হতো। আটক হওয়া এসব গাড়ি থানা ক্যাম্পাসে পড়ে থাকতে থাকতে ইঞ্জিনই শুধু নষ্ট হচ্ছে না, গাড়িগুলো ক্রমেই মিশে যাচ্ছে মাটির সঙ্গে। অনেক গাড়ি রয়েছে যা মালিকানার কোনো হদিস নেই। গাজীপুর জজ কোর্টের এক আইনজীবী সরকার মোহাম্মদ মিজানুর রহমান রিপন বলেন, মালিকবিহীন গাড়ি কিংবা গাড়ির কোনো কাগজপত্র নেই। এসব গাড়ি থানায় থানায় ফেলে না রেখে নিলাম দিলে সরকার অনেকটাই আর্থিক লাভবান হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ বলেন, জব্দকৃত মালামালের বিষয়টি আদালতের। আদালতের সিদ্ধান্ত ছাড়া পুলিশের কিছুই করার নেই। তবে দামি দামি গাড়ি যাতে নষ্ট না হয় সে বিষয়ে আদালতের সুদৃষ্টি রাখা উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর