মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভাদ্রের বৃষ্টিতে জলমগ্ন নগর

বৃষ্টি হলেই রাজশাহী শহরের রাস্তায় জমছে পানি

কাজী শাহেদ, রাজশাহী

ভাদ্রের বৃষ্টিতে জলমগ্ন নগর

দুপুর ২টা ৭ মিনিট, রবিবার। এক পশলা বৃষ্টি। তাতেই উপশহরের প্রবেশপথে ঈদগাহের কাছে জমেছে পানি। স্থানীয়রা বলছেন, সারা বছরই এই সড়কের এমন হাল। সামান্য বৃষ্টি হলেই এখানে জমে হাঁটু পানি। শুধু উপশহর এলাকায় নয়, পুরো নগরীতে সামান্য বৃষ্টি, তাতেই জলমগ্ন পুরো এলাকা। হাঁটু পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে নগরীর বিভিন্ন এলাকার মানুষকে। রাজশাহীতে মুষলধারে বৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর কোনো কোনো এলাকায় হাঁটু পানি হয়ে যাওয়ায় অনেকের বাসা বাড়িতেও ঢুকে পড়েছে পানি। নগরীর হেতেম খাঁ এবং বর্ণালির মোড় এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ওই এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বৃষ্টি হলেই রাজশাহী শহরের রাস্তায় জমছে পানি। পাড়া মহল্লার ছোট রাস্তায় শুধু নয়, নগরীর বড় বড় রাস্তায় জমে যাচ্ছে হাঁটুপানি। একটু বেশি বৃষ্টি হলেই নগরবাসীকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ভারী বৃষ্টি হলে কোনো কোনো এলাকার পানি নামতে সময় লাগে দুই-তিন দিন।

গত এক সপ্তাহ ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। জলাবদ্ধতায় চরম কষ্টে পড়েন নগরীর বিভিন্ন এলাকার মানুষ। বৃষ্টিতে নগরীর উপশহর, দড়িখরবোনা, সাহেববাজার জিরোপয়েন্ট, তেরখাদিয়া, বর্ণালি মোড়, কাদিরগঞ্জ, লক্ষ্মীপুর, ঝাউতলা, ভাটাপাড়া, রেলগেট, পলিটেকনিকের সামনে, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে, পর্যটন মোটেল রোডসহ নগরীর অলিগলিতে পানি জমে যায়। পর্যটন মোটেলের সামনে জমে যায় হাঁটুপানি। তবে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার জানান, নগরবাসীর এই ভোগান্তি সাময়িক। সব এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে। সেগুলোর কাজ শেষ হলে এই ভোগান্তি আর থাকবে না।

সর্বশেষ খবর